পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহস ও নিৰ্ভয়ত । *○ সকলে বলিল, আমি যাইব, আমি যাইব । সকলে যাইতে না পারাতে স্কঞ্জেস নামক এক জন যুবক বলিলেন, আথানীয় লোকদ্বারা ঐ তুরুক বিশ্বাস প্রাপ্ত হইয়াছেন ; আমিও আর্থীনীয় লোক, অতএব তাহার নিকটে যাওয়া এক প্রকার অামার অধিকার । ইহাতে সকলে সম্মত হইলে তিনি ঐ কারাগারে যাইবার জন্যে এক প্রকার ছল কল্পনা করা আবশ্যক বুঝিলেন ; কারণ গ্ৰীক মতাবলম্বি লোকদের মধ্যে ধৰ্ম্মজ্ঞানের অসমপূর্ণতা প্রযুক্ত মিথ্যা কথা বিষয়ে গুরুতর ভুম প্রচলিত অাছে : অর্থাৎ কোন বন্ধু কিম্বা স্বজাতীয় লোকের হিতার্থে কিম্বা গ্রীষ্টধর্মের বৃদ্ধির নিমিত্তে মিথ্যা কথা কহা তাহাদের পাপ বোধ হয় না। উক্ত ছলের বৃত্তান্ত এই, স্কঞ্জেস সামান্য রাজমিস্ত্রির বেশ ধরিয়া মাঘীষিয়ার পথে চলিয়া গেলেন। অনন্তর তাহার শিক্ষানুসারে এক জন প্রধান রাজমিস্ত্রি তুরুক শাসনকৰ্ত্তার নিকটে গিয়া এই নিবেদন করিলেন, অামার এক জন মজুর অনেক টাকা লইয়া মামীমিয়াতে পলাইয়া গিয়াছে। তাহাতে ঐ শাসনকৰ্ত্তা তৎক্ষণাৎ কতিপয় তুরুক সৈন্যকে পাঠাইলে তাহারা স্কঞ্জেসের লাগাইল পাইয়া তাহাকে ধরিয়া কারাগারে বদ্ধ করাইল । তিনি সেখানে উপস্থিত হইয়া ঐ তুরুকের দেখা পাইলেন। শাসনকৰ্ত্তার নানাবিধ যন্ত্রণার পরে তাহাকে ভূমিতে শয়ন করাইয়। রজ্জ্বদ্বারা তাহার পাদদ্বয় বদ্ধ করিয়া উর্ধে তুলিয়া রাথিয়াছিলেন, আর যে পর্যন্ত তিনি খ্ৰীষ্টধৰ্ম্ম অস্বীকার না করিৰেন, সে পর্যন্ত ঐ যন্ত্রণাদায়ক অবস্থাতে র্তাহাকে