বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজকের বক্তৃতা.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিব্রাজকের বিস্তৃত। سرانج বৃদ্ধি হইবার সম্ভাবনা নাই, এবং এই বিশ্বাসের বশবর্তী হইয়া আমর। সদ্ধৰ্ম্মের পুনরভু্যদয়ে ক্রমশঃ নিরাশ হইতেছি। স্বীকার করিলাম, সত্যযুগে ধর্মের পূর্ণাবয়বে অনুষ্ঠান হইত, স্বীকার করি, ধৰ্ম্মবল ও তপোবল সত্যযুগের তুলনায় কলিযুগে অল্পমাত্রই অবশিষ্ট আছে । যাহার অবয়ব যত বড়, তাহার পরিধেয় বস্ত্রও তত বড় চাই। যুবতীর কাপড় ও বালিকার কাপড় এক পরিমাণের হয় না । বালিকার কাপড়ে যুবতীর সৰ্ব্বাঙ্গ আবৃত হয় না। বালিকার কাপড় যুবতীর পক্ষে ছোট হইলেও বালিকার পক্ষে তাহাই উপযুক্ত ও যথেষ্ট । সত্যযুগের লোকের প্রকৃতি, আঁরতি, পূরমায়ু ও সামর্থ্য যে পরিমাণে ছিল, ধৰ্ম্মও সেই পরিমাণে বিদ্যমান থাকিয় তাহাদিগকে রক্ষা করিতেন। কিন্তু কলিযুগের লোকের প্রকৃতি, আরুতি, পরমায়ু ও সামর্থ্য যেরূপ, কলিধৰ্ম্মও শাস্ত্রমধ্যে সেইরূপ স্নগম করিয়া ব্যবস্থা করা হইয়াছে। যেমন-যুবতীর কম্পড়ের তুলনায় বালিকার কাপড় ছোট, কিন্তু বালিকার পূক্ষে তাহাই পূর্ণ পরিমাণ, সেইরূপ কলির ধৰ্ম্ম সত্যের তুলনায় একপাদ হইলে ও কলির পক্ষে তাহাই পূর্ণ, এবং তাছাই যথাবিহিতরূপ অনুষ্ঠিত হইলে, সত্যযুগের চতুস্পাদ ধৰ্ম্মাবলম্বীরা যে গতি প্রাপ্ত হইতেন, কলির ধৰ্ম্মাত্মাগণ ও সেই সদগতি লাভ করিয়া থাকেন । মনুসংহিতায় লিখিত আছে— "অন্যেকু তযুগে ধ৭:বেতীয়াং স্থাপরে পরে। অন্যে কলিযুগে নৃণাং যুগস্লামাতুরূপ : " অর্থাং যুগ-স্বভাবে মানবের পরমায়ুর হ্রাস হয়, এই জন্য যুগ