পাতা:পরিব্রাজক.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমধ্যসাগর তীরে বর্তমান সভ্যতার জন্ম । Σ' ob' প্রত্যেক ভাগের দুই মুখ প্রশস্ত করে দেওয়া হয়েছে। ভূমধ্যসাগরমুখে প্রধান আফিস, আর প্রত্যেক বিভাগেই রেল ষ্টেসনের মত ষ্টেসন। সেই প্রধান আফিসে জাহাজট খালে প্রবেশ করবণমাত্রই ক্রমাগত তারে খবর যেতে থাকে । কখানি আসছে, কখানি যাচ্ছে এবং প্রতি মুহূৰ্ত্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটা বড় নক্সার উপর চিহূিত হচ্ছে। একখানির সামনে যদি আর একখানি আসে এইজন্য “এক ষ্টেসনের হুকুম না পেলে আর এক ষ্টেসন পর্য্যন্ত জাহাজ যেতে পায় না। এই সুয়েজ খাল ফরাসীদের হাতে। যদিও থালকোম্পানীর অধিকাংশ শেয়ার এখন ইংরাজদের, তথাপিও সমস্ত কাৰ্য্য ফরাসীরা করেএট রাজনৈতিক মীমাংসা । এবার ভূমধ্যসাগর-ভারতবর্ষের বাইরে এমন স্মৃতিপূর্ণ স্থান আর নাই—এসিয়া আফ্রিকা প্রাচীন সভ্যতার অবশেষ । একজাতীয় রীতি নীতি খাওয়াদাওয়া শেষ হল, আর এক প্রকার আকৃতি প্রকৃতি আহার বিহার পরিচ্ছদ আচার