বিষয়বস্তুতে চলুন

পাতা:পরিব্রাজক.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X 3

  • পেছনে আশে পাশে খালি নীল নীল নীল জল, খালি তরঙ্গ ভঙ্গ । নীলকেশ, নীলকান্ত অঙ্গ আভা, নীল পট্টবাস পরিধান । কোটী কোটী অম্বর দেবভয়ে সমুদ্রের তলায় লুকিয়েছিল ; আজ তাদের স্বযোগ, আজ তাদের বরুণ সহায়, পবনদেব সাথী ; মহা গর্জন, বিকট হুঙ্কার, ফেনময় অট্টহাস দৈত্যকুল আজ মহোদধির উপর রণতাগুবে মত্ত হয়েছে । তার মাঝে আমাদের অর্ণবপোত ; পোতমধ্যে যে জাতি সসাগর। ধরাপতি, সেই জাতির নরনারী—বিচিত্র বেশ ভূষা, স্নিগ্ধ চন্দ্রের ন্যায় বর্ণ, মূৰ্ত্তিমান আত্মনির্ভর, আত্মপ্রত্যয়, কৃষ্ণবর্ণের নিকট দৰ্প ও দস্তের ছবির স্যায় প্রতীয়মান—সগৰ্ব্ব পাদচারণ করিতেছে । উপরে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশের জীমূতমন্দ্র, চারিদিকে শুভ্ৰশির তরঙ্গকুলের লম্ফ ঝঙ্ক গুরুগর্জন, পোতশ্রেষ্ঠের— সমুদ্র বল উপেক্ষাকারী—মহাযন্ত্রের হুহুঙ্কার, সে এক বিরাট সম্মিলন—তন্দ্রাচ্ছন্নের স্যায় বিস্ময়রসে আপ্লুত হইয়া ইহাই শুনিতেছি ; সহসা এ সমস্ত ভেদ করিয়া বহু স্ত্রীপুরুষকণ্ঠের মিশ্রণোৎপন্ন গভীর নাদ ও তার-সম্মিলিত"রুল ব্রিটানিয়া