পাতা:পরিব্রাজক.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\94 সার্টিফিকেট ভিন্ন বাহিরে না যায়। অর্থাৎ আমি যে স্ব-ইচ্ছায় বিদেশে যাচ্ছি, কেউ আমায় ভুলিয়ে মলিয়ে কোথাও বেচবার জন্য বা কুলি করার টুন নিয়ে যাচ্ছে না, এইটা তিনি লিখে দিলে ...বে জাহাজে আমায় নিলে । এই আইন এত দিন ভদ্রলোকের বিদেশ যাওয়ার পক্ষে নীরব ছিল, এক্ষণে প্লেগের ভয়ে জেগে উঠেছে, অর্থাৎ যে কেউ “নেটিভ” বাহিরে যাচ্ছে, তা যেন সরকার টের পান। তবে আমরা দেশে শুনি, আমাদের ভেতর অমুক ভদ্র জাত অমুক ছোট জাত। সরকারের কাছে সব নেটিভ। মহারাজা, রাজা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্ব, শূদ্র সব এক জাত— “নেটিভ” । কুলির আইন, কুলির যে পরীক্ষা, তা সকল “নেটিভের জন্য”—ধন্য ইংরেজ সরকার। একক্ষণের জন্যও তোমার কৃপায় সব “নোটভের” সঙ্গে সমত্ব বোধ কল্লেম । বিশেষ, কায়স্থকুলে এ শরীরের পয়দা হওয়ায়, আমি ত চোর দায়ে ধরা পড়েছি। এখন সকল জাতির মুখে শুনছি, তারা নাকি পাক আৰ্য্য! তবে পরস্পরের মধ্যে মত ভেদ আছে,-কেউ চার “নেটিত | so