পাতা:পরিব্রাজক.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩৪ উত্তর অস্লিায়ের নিজেদের বলে মহাযান ; আর দক্ষিণী অর্থাৎ সিংহলী ব্ৰহ্ম সায়ামি প্রভৃতিদের বলে হীনযান। মহার্যানওয়ালার বুদ্ধের পূজা নাম মাত্র করে ; আসল পূজো তারাদেবীর, আর অবলোকিতেশ্বরের (জাপানি, চনি, কোরিয়ানরা বলে কানয়ন ) ; আর হীং ক্লীং তন্ত্র মন্ত্রের বড় ধূম । টিবেটগুলো আসল শিবের ভূত। ওরা সব হিদুর দেবতা মানে, ডমরু বাজায়, মড়ার খুলি রাখে, সাধুর হাড়ের ভে পু বাজায়, মদ মাংসর যম । আর খালি মন্ত্র আওড়ে রোগ, ভূত, প্রেত, তাড়াচ্ছে। চীনে আর জাপানে সব মন্দিরের গায়ে ও হীং ক্লীং—সব বস্তু সোনালি অক্ষরে লেখা দেখেছি । সে অক্ষর বাঙ্গালার এত কাছাকাছি যে বেশ বোঝা যায়। আলাসিঙ্গ। কলম্বো থেকে মান্দ্রাজ ফিরে গেল । আমরাও কুমার স্বামীর ( কাৰ্ত্তিকের নাম-স্বত্রস্বাণ, কুমার স্বামী ইত্যাদি ; দক্ষিণ দেশে কাৰ্ত্তিকের ভারি পূজে, ভারি মান ; কাৰ্ত্তিককে ওকারের অবতার বলে।) বাগানের নেবু; কতকগুলো ডাবের রাজা (কিং ককোয়ানট ),দু বোতল সরবত >e