পাতা:পলাশির যুদ্ধ.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪২
পলাশির যুদ্ধ।

কহিবে, স্মরিবে, নাহি ভাবিবে অস্তরে
কল্পনে! সে কথা মিছে কহ কি কারণ?
থাকুক্‌ পলাশিক্ষেত্র এখন যেমন;
থাকুক্‌ শোণিতে সিক্ত হত যোদ্ধৃবল;
প্রত্যহ ভারত-অশ্রু হইয়া পতন,
অপনীত হবে এই কলঙ্ক সকল।”
নিরাশা শোণিত-স্রোত করিল নির্গম
সবেগে, মোহনলাল মুদিল নয়ন।


চতুর্থ সর্গ সমাপ্ত।