এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
পাণ্ডব গীতা
ধৃতরাষ্ট্র উবাচ।
নমোনমঃ কারণ-কারণায়
নারায়ণায়ামিত-বিক্রমায়।
শ্রীশার্ঙ্গ-চক্রাব্জ-গদাধরায়
নমোহস্তু তস্মৈ পুরুষোত্তমায়॥ ২৮
অনুপম বলশালী দেব নারায়ণ
নিখিল ব্রহ্মাণ্ড স্থষ্টিকরণকারণ,
শঙ্খ চক্র গদা পদ্ধ করেন ধারণ,
প্রণিপাত করি আমি সেই জনার্দ্দন। ২৮
গান্ধার্য্যুবাচ।
ত্বমেব মাতা চ পিতা ত্বমেব
ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব।
ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমের
ত্বমেব সর্ব্বং মম দেবদেব॥ ২৯
তুমি বন্ধু, তুমি সখা, তুমি মাতাপিতা,
তুমি বিদ্যা, তুমি ধন, দেবের দেবতা। ২৯
দুর্য্যোধন উবাচ।
যজ্ঞেশাচ্যুত গোবিন্দ মাধবানন্ত কেশব।
কৃষ্ণ বিষ্ণো হৃষীকেশ বাসুদেব নমোহস্তু তে॥ ৩০