এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পাণ্ডব গীতা
২৪
কৃষ্ণায় বৃশ্চিক-জলাগ্নি-ভুজঙ্গ-রোগ-
ক্লেশব্যপায় হরয়ে গুরবে নমস্তে॥ ৫৪
নরহরি-রূপধারী গরুড় বাহন,
ভবরোগ-মহৌষধ ত্রিতাপনাশক,[১]
বৃশ্চিক জলাগ্নি সর্প ব্যাধিনাশকারী,
জগতের-গুরুরূপী প্রণমি শ্রীহরি। ৫১
আবির্হোত্র উবাচ
কুষ্ণ ত্বদীয়-পদপঙ্কজ-পিঞ্জরান্তে
অদ্যৈব মে বসতু মানস-রাজহংসঃ।
প্রাণ-প্রয়াণ-সময়ে কফবাত-পিত্তৈঃ
কণ্ঠাবরোধন-বি্ধৌ শরণং কুতস্তে॥ ৫৫
পাদপদ্ম-পিঞ্জরেতে কৃষ্ণ হে তোমার,
অদ্য মন-রাজহংস করুক বিহার;
এ প্রাণ যাবার কালে, কফবাত পিত্ত মিলে,
কণ্ঠ অবরোধ হ’লে কৃষ্ণ হে, তখন
কিরূপে লইব আমি তোমার শরণ? ৫৫
- ↑ ত্রিতাপ-আধাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক।