পাতা:পারস্য ইতিহাস.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ পারস্য ইতিহাস । ר বিবাহ করিতে চাহে আমার কুমারী। ক্ষণেক স্মরণ করে বৃদ্ধ বাপ মায় । কত কহিলাম তবু ফিরাতে না পারি। মরি যদি ভঁাহাদের কি হবে উপায়। বড় দুঃখ হয় শেষে মরিবে বিপাকে । এই ৰূপ ভাবনায় নিশি পোহাইল । তুমি যদি যুক্তি কিছু বুঝাও তাহাকে। প্রভাতে নাগার ঘণ্টা বাজিতে লাগিল৷ শুনিয়া চলিল ধীর রাজপুত্র যথা । সভৗরস্ত যুবরাজ আরি অনুভব । কথায় কথায় কত হলো শাস্ত্র কথা ॥ পীরের স্মরণ করি করে কত স্তব ॥ পণ্ডিত প্রধান তবু জিনিতে নারিল। ভকত বৎসল প্রভু মহিমা অপার। রাজার নিকটে আসি সস্বাদ কহিল। কাতর কিঙ্করে কৃপা করহ এবার ॥ শুন প্রভু বিপৰ্য্যয় প্রতিজ্ঞ তাহার ! ক্ষীণ আমি ক্ষোভ পাই না জানি উপায়। প্রাণ দিবে কিম্বা নিবে নন্দিনী তোমার। যাৰ কিম্বা নাহি যাব রাজার সভায় ॥ তাহার গুণের কথা কি কব তোমারে । এই ৰূপ স্তুতি যদি পীরের করিল। বিদ্যার সাগর বুদ্ধে কে জিনিতে পারে। দূর হল যত ভয় ভরসা বাড়িল । জ্ঞান হয় যদি কেহ প্রশ্ন অর্থ কয়। তখনি উঠিয়া বেশ করে যুবরাজ । এই সে রাজারপুত্ৰ কহিবে নিশ্চয় ॥ লাল সাটিনের যোড়া মনোহর সাজ ॥ রাজা বলে অধ্যাপক কি কথা কহিলে । অামার নিজীব দেহ সজীব করিলে ৷ তব বাক্য সত্য যেন করেন গোসাই । যেন যুবরাজ হয় আমার জামাই। অনিমেদ ভূপতি তায় অণজ্ঞা দান করে । চন্দ্র স্বৰ্য্য দেবগণে পুজিবার তরে। স্বস্ত্যয়নে কত লোক নিযুক্ত করিল। দেবালয়ে বলিদান করিতে কহিল ॥ শশিকে শুকর বলি, হুর্য্যে দিল ছাগ । বিধাতায় বৃষ দিয়া করে মহাযাগ ॥ এই ৰূপ ধৰ্ম্ম কৰ্ম্ম দেবতা অর্চন । করাইল বিধি মতে মঙ্গলাচরণ ॥ সংবাদ পশ্চাৎ রাজা পাঠান কুমারে । কল্য প্রশ্ন রাজকন্যা করিবে তোমারে ॥ কালফের ছিল বটে প্রতিজ্ঞা অটল । কিন্তু পোহাইল নিশি চিন্তায় কেবল ॥ ক্ষণেক ভরসা করে আপিন বিদ্যায়। মনকে প্রবোধ দেয় পাইব কন্যায় ॥ ক্ষণেক হতাশাযুক্ত ক্ষণে হতজ্ঞান । হারিলে হারাব প্রাণ হৰে অপমান ॥ চারি পার্শ্বে স্বর্ণ বুটি হীরায় খচিত । পায়েতে পরিল মোজা রেশমে নিৰ্ম্মিত৷ এই ৰূপ রাজপুত্র হয় স্থসজ্জিত । হেন কালে আসে ছয় সভার পণ্ডিত ৷ নিরোদয় সভ্যগণ করিয়া বিনয় । সভায় চলুন প্রভু হয়েছে সময় ॥ এত শুনি যুবরাজ উঠে ততক্ষণ । সঙ্গে করি লয়ে যায় সভ্য কয় জন ॥ প্রাঙ্গণের দুই পার্শ্বে সৈন্যের কাতার । তার মধ্যে দিয়া যায় রাজার কুমার। বাহির সভায় আসি করিল দশন । সহস্র ২ লোক করিছে কীৰ্ত্তন ॥ কেহ বা বাজায় যন্ত্র কেহ গায় গীত । কোলাহল সভাময় শব্দ বিপরীত ॥ তথা হতে চলিলেন ভিতর সভায় । করিবে রাজার কন্যা প্রস্তাব বথায় ॥ দেখিল বিতান কত খাটায়েছে ঘরে । বসিয়াছে বুধগণ তাহার ভিতরে ॥ এক দিকে বসি যত কুলীন প্রধান । আর দিকে অধ্যাপক বিবিধ বিদ্বানু ॥