পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} \O e কখন সুখেতে রাখ হিংসা করে कथंन आांमांङ्ग छ्*८थं हांट्ग्ल बउि छ्रंशौ ॥ সখী কহে যুবরাজ চিন্তা নাহি কর । এঘোর বিপদে রক্ষণ করিবে ঈশ্বর । , হের দেখ অমুকুল বিধাতা তোমায় । পাঠাইলা প্রাণ রক্ষা করিতে আমায় ॥ খোজ যত অাছে হেথা মোর অমুগত। বিশেষত ধনে তারা আরো বশীভুত । শুন শুন খোজাগণ পথ ছাড়ি দিবে। পলাইয়া কোনরূপে বাচিতে পারিবে । অামি ও তোমার সঙ্গে করিব গমন । দাসিত্ত্ব যন্ত্রণা আর সহৈন এমন । , তুমি গেলে মোর দোষ হবে জানাজানি। মন্ত্রণ অামার মাত্র তাই কানাকানি ॥ এই ভয়ে অামি আর থাকিতে না চাই । কাষ নাই চল মোরা হেতা হতে যাই ॥ রখেছি প্রস্তুত করি অশ্ব সঙ্গোপনে । বর্লাসের দেশে চল যাই দুই জনে ॥ আলিঙ্গর নামে তথা আছেন নরেশ । আমার কুটুম্ব তিনি শুনহ বিশেষ । দেখিয়া জামায় ভূপ আনন্দে ভাসিবে। তোমারে প্রাণের সম সে ভাল বাসিবে৷ থাকিব রাজার গৃহুে হবে কত মুখ । অামি চির বিরহিণী যাবে সব দুঃখ ॥ ৰূপে গুণে ধন্য কন্যা পাইবে এমন । পতির সেবায় যার নিরস্তর মন ॥ নাহি হবে পতি হস্তা নাহি রবে মদ • ভাগ্য করি মানিয়া সেবিবে তব পদ। উঠ তবে যুবরাজ বিলম্ব না কর। যাই চল রাতারাতি ছাড়িয়া নগর ॥ রাজপুত্র বলে সর্থী যে কথা কহিলে। কিনিয়া অামারে দাস করিয়া রাখিলে। বাঞ্ছা হয় তোমার শোধিতে এই ধার। তোমাকে লইয়া দেই কুটুম্বে তোমার ॥

  • ांङ्गजJ ईडिझांज !

আমিও তাহার কাছে ঋণে বন্দী আছি। লয়ে যাই তবে সেই ঋণ হতে বাচি ॥ কিন্তু বল দেখি তাই তোমারে স্থধাই । রাজা কি ভাবিবে যদি না বলিয়া যাই ৷ পলাইলে নষ্ট লোক কহিবে অামায়। আসিয়া fছলাম খালি ছলিতে তোমায়। যথার্থ বাঘিনী বটে রাজার কুমারী। তবু ক্ষণে মনে তারে ভুলিতে না পারি। সেই দেবী তারে সেবি সেই ধন প্রাণ । সে যদি সংহার করে কে বরিবে ত্ৰাণ ॥ কান্দিতে ২ রামা কহিছে তখন । হায় ২ এ তেfমার প্রতিজ্ঞ কেমন - দাসীকে কিনিয়া দাসী করিয়া রাখিবে । বিদেশে আসিয়া কেন বিপাকে মরিবে৷ ৰূপে বটে রাজকন্যা অামা হতে ভাল । কিন্তু কি ৰূপেতে করে মন যার কাল ॥ ৰূপে খাট বটি ক্রটি তাহাতে কিঞ্চিৎ। গুণে তার দিব শোধ হবেনা বঞ্চিত | কেমন ব্যথার ব্যর্থী অামি হে তোমার। সদা ভাবি সভায় বিচারে পাছে হার ॥ জিনিলে তথাপি নাকি দূর হলো ত্ৰাস । করিয়াছে প্রতিজ্ঞ করিবে সৰ্ব্বনাশ ॥ হায় হায় যুবরায় মজিওনা ভ্ৰমে । প্রেমে মত্ত হয়ে যমে ভুলিওন ক্রমে ॥ মদন দারুণ শক্র অাগে দেয় ধ্যান । বিশ্বাস ঘাতক রিপু শেষে লয় প্রাণ ॥ পড়েন চাতুরি জালে রাখহ মিনতি । শমন ভবন ছাড়ি চল শীঘ্ৰগতি ॥ রাজপুত্র বলে সখী যাব কোন খানে । মন ভৃঙ্গ মত্ত, অাশা মকরন্দ পানে ॥ তুমি বট ৰূপবতী ঘুচাইবে দুঃখ । সুখ দিবে কিন্তু যে কপালে নাহি সুখ ॥ এত যে বিরাগ দেখি রাজার কন্যার । মন মৃগ বাধা তবু চরণে তাহার।