পাতা:পারস্য ইতিহাস.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ বড় গৰ্ব্ব আজি দপ সকল ভাঙ্গিব। " জিজ্ঞাসা করুক প্রশ্ন এখনি কহিব ॥ রাজপুত্র বলে ভাল কহ দেখি মোরে । কোন রাজপুত্র সেই কিবা নাম ধরে ॥ যাচিয়া মাগিয়া খেয়ে পেয়ে বহু ক্লেশ এখন মুখের তার নাহি পরিশেষ ॥ শুন২ যুব-রাজ রাজকন্যা ক্লয় । কালফ তাহার নাম তৈমুর তনয় । শুনা মাত্র এই কথা শিহরিল প্রাণ । কুমার পড়িল ভুমে হারাইয়া জ্ঞান ৷ হাহাকার সভাময় সবে পায় ত্ৰাস । উত্তর দিয়াছে বুরি একি সৰ্ব্বনাশ ॥ ংহাসন ছাড়ি ভূপ ভূমিতে নামিল। উঠিয়া সভাস্থগণ কালফে ধরিল ॥ কতক্ষণে চেতন পাইয়া যুবরায় । শুনহ হে মুনারি কহে পুনরায় ॥ " উত্তর দিয়াছ মোর যদি ইহা বল। বুঝিবার ভ্রান্তি তাহা জানিবে কেবল ॥ তৈমুর রাজার পুত্র হয় যেই জন । পৱিপুৰ্ণ স্থখ তার কি ৰপে এখন ॥ বরঞ্চ ভাবিয়া দেখ সব রিপরীত । অপমান, দুঃখ, ভয়ে অতি সশঙ্কিত ॥ কন্যা বলে নহ বটে হরিষ এখন । কিন্তু হেন ছিলে প্রশ্ন জিজ্ঞাস যখন ॥ অতএব চতুরালি নাহি কর আর । অামাতে তোমার আর নাহি অধিকার ॥ চাহিকি তোমায় অামিকান্দাইতে পারি। ধুলায় পড়িয়া থাক চক্ষে বহে বারি। ভাগ্য ভাল জনকের হও প্রিয়তম । বাসেন তোমারে ভাল যেন পুত্র সম, তাহে দেখি ৰূপ সম তুমি গুণবান। এই হেতু তোমায় করিৰ পাণি দান ॥ একথা ৰূপালী যদি প্রকাশি কহিল । ধন্য২ জয়ধ্বনি সভায় হইল। পারস্য ইতিহাস । গেল ছুঃখ হাস্তমুখ সৰ সত্যগণ । আনন্দে কন্যাকে রাজা করে আলিঙ্গন ॥ রাজা বলে শুনয় প্রাণের নন্দ্রিনী। নামের কলঙ্ক ছিল মানব ভক্ষিণী ॥ করেছিলে বিশেষ পুরুষে কিবা কোপ । সদা ভাবি শেষে বুঝি হয় বংশলোপ ॥ সে নাম দুর্নাম সব ঘুচিল এখন । হেরিব তোমার পুত্র যুড়াবে নয়ন ॥ অধিকন্তু মনোবাঞ্ছা পুরিল অামার । , হইল তোমার পতি এ রাজকুমার ॥ ভাল ২ কহ দেখি জিজ্ঞাসি তা অামি । কি গুণে তাহার নাম জানিয়াছ তুীম।” কন্যা বলে গুণ জ্ঞান কিছু মাত্র নয়। সহজে পেয়েছি নাম শুন মহাশয় ॥ গিয়াছিল সখী কালি কুমারের স্থলে । সেই সে জানিয়া নাম আসিয়াছে ছলে । কিন্তু তাহে অামার না লবে অপরাধ । বঞ্চিয়া বঞ্চনা করি নহে হেন সাধ ॥ - রাজপুত্র বলে প্রিয়ে কি শুনি শ্রবণে । দুঃখ পারাবার পার করিলে এক্ষণে ॥ হায়২ এত গুণ অাগে নাহি জানি।. ভ্ৰমে এ গুণের কত করিয়াছি গ্রানি ॥ কতক্ষণে অপমান মার্জনা পাইব । - তোমার যুগল পদ"হদয়ে ধরিব ৷ এই মত কহে কত করিয়া আহলাদ । হেন কালে উপস্থিত বিষম প্রমাদ। সিংহাসন পাছে এক সহচরী ছিল । সভা মাঝে সে তখন আসি দাড়াইল ॥ ঘোমটা খুলিতে মুখ দেখিল কুমার। বলে গিয়াছিল এই মন্দিরে অামার। কট মট চাহে রামা বিকট বদন । দেখিয়া সভাস্থগণ সচকিত মন. শুন২ রাজকন্যা সহচরী বলে । যই নাই অামি নাম জানিবার ছলে ।