পাতা:পারস্য ইতিহাস.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । অামারে আইস বলি ডাক দিল তারা । শুনিয়া শুকায় রক্ত চক্ষে বহে ধারণ ॥ সায়েদে বলিব কথা জন্মশোধ যাই । বলিব কি চাহাম এ বাক্য মুখে নাই । লইয়া চলিল পরে শিবির ভিতরে । ভাবি বুঝি এই খানে দিবে অজগরে ৷ হেন কালে তথা এক হপিসিনী আইল । ভয় কি ভাবনা কেন হসিয়া কহিল ॥ হবে না মরণ তব সঙ্গিগণ প্রায় । রাজকন্যা ভাগ্যবান করিবে তোমায় ॥ সে ভাগ্যের কথা কত কহিব এখনি । র্তীর মুখে বিস্তারিত শুনিবে আপনি ॥ প্রতীক্ষা করিয়া ধনী অাছেন বসিয়া । আমি তার সখী চল যাইব লইয়ণ ॥ শুনিয়া দুজন হ পৃসি অন্তর হইল । সহচরী সঙ্গে করি লইয়া চলিল । দেখি গিয়া রাজকন্যা ক্ষুদ্র এক ঘরে । বসি পশু চৰ্ম্মে মোড়া ঘড়ঞ্চি উপরে ॥ কজ্জল জিনিয়া বর্ণ অন্ধমত প্রায় । বৰ্ম্মৰূপে ব্যাঘ্ৰ চৰ্ম্ম লিপ্ত সব গায় ॥ কোটরে নয়ন দুটি মিট মিট করে । উলটিয়া নাশা গিয়া উঠেছে উপরে। ভুরুতে নাহিক লোম কপাল প্রকাগু। বদন মেলিলে হয় ভয়ঙ্কর কাও ৷ কিবা মুখ পরিসর দন্ত পিঙ্গুলিয়া । বড়বড় দুঠি ঠোট পড়েছে বুলিয়া । কদৰ্ষ কুটিল তার কুন্তলের ভার। মধ্যস্থানে কেশ নাই অতি কদাকার ॥ জরদ বস্ত্রের টুপি শোভা পায় মাথে । স্বেত নীল পীত পক্ষি পক্ষযুক্ত তাতে ॥ গলায় পরেছে মালা লাল কালা রঙ্গ । হেরিতার বন্ধপ উঠে ভয়ের তরঙ্গ । বেদেল জমালে যেবল সদা ধ্যান করে। এহেন জন্তু কি তার মনে কভু ধরে। 》ü\● সখী সঙ্গে আমি যাবা মাত্র সেই ঘরে । আইস আইস বলে সমাদর করে ॥ " এসে যুবা মোর পাশে বসহ আসিয়া । তোমার মনের দুঃখ ফেলিব ঘুচিয়া ॥ পড়েছ পিতার হতে তাহে কিবা দুঃখ । জানিবে ফিরিল ভাগ্য পাবে স্বৰ্গসুখ ॥ ধরিয়া বসায় তবে আপনার কাছে । বলে মন উচ্চাটন বড় হইয়াছে ॥ ভাল ভাল দুঃখী নহি জানি আমি হবে এমন সৌভাগ্যে মন স্থির কেন রবে । শুন শুন শান্ত হও ভাব কিবা অার । হাত বাড়াইয়। চাদ পাইলে এবার। কিবা ছিলে কিবা হলে খেতে কাল সাপে। এখন নগর আর কায নাহি তাপে ॥ বড় বড় লোক অাছে পিতার সভায় । দেখিয়া অামার রূপ সবে মোহ যায় ॥ ব।রেক তাদের প। নে ফিরে না চাহিয়া ; একান্ত নিলাম কান্ত তোমারে বাছিয়া ৷ এইমত প্রেম কত হপিসিনী জানায় । শুনিয়া সরমে মরি মণের ঘূণায় ॥ এমন কুরূপ ষেবা, দেখে লাগে ত্ৰাস । তার নাকি পুর (ইতে পারি অভিলাষ ॥ যদিকহি বিপরীত বিপরীত ঘটে । দুইমতে পড়িলাম বিযম শঙ্কটে ॥ কথা না কহাতে কন্যা হাসি ২ কহে । অবাক হয়েছ তাহী চমৎকার নহে ॥ ভুঞ্জিবে হে এমন সুন্দরী লয়ে সুখে । তাহে কি অনন্দে আর কথা সরে মুখে ॥ उजङांज क्लट्टे नशि डूटे अििम उाञ्च । পষ্ট ভাবে পুষ্ট আছ ভাবে বুঝা যায়। এতবলি দিল কর করিতে চুম্বন । মধুপান করবার পূর্বের লক্ষণ ॥ এইৰূপ নিজ ৰপে গৰ্ব্ব সৰ্ব্ব ভাবে । ভাবেতারে যে পাবে সে হতেশ্বৰ্গ পাৰে৷