পারস্য ইতিহাস তোমার জাম তা হবে। বড়ভাগ্য বটে কিন্তু কপালেতে নাই কিক পেতে ঘটে । বেদেল জমলে বিধি বন্ধিয়াছে মন । কেমনে বলহ আমি কাটি সে বন্ধন ॥ তারপ্রেমে মন বাধা ভীবি নিরন্তর। ক্ষণে সে অন্তর হলে অষ্ট হয় অন্তর ॥ যদি বা তিলেক তারে নিদ্রীয় পাসরি । স্বপনে অমনি হেরি সেরূপ মাধুরি । সেই হৃদে সেই চিত্তে সে মৈার নয়নে । সেন্ধপ বিৰূপ অামি হইব কেমনে ॥ বৃথা ওহে নরপতি মে'রে কন্যা দিবে। দুহিতায় কেন তুমি দুঃখেতে ফেলিবে। মনের মালিন্য জন্য সকলি বিফল । দেখ নৃপ তৈলে কভু নাহি মিশে জল ৷ রাজা বলে রাজপুত্ৰ বল দেখি তবে কেমনে এখ৷ণ মোর পরিশোধ হবে । অধিক কি দিবে অার কহিলাম আমি স্নেহে তুষ্ট করিয়াছ মেরে নরস্বামী । দৈত্য হতে ভব কন্যা উদ্ধারিয়া আনি শ্রমের পরম লাভ তাহা অামি জানি ॥ এই মাত্র মহারাজ তবে বাঞ্ছা করি । দেশে যাবো সাজাইয়া দেও এক, তরি । ভ্ৰমিতেছি বহুকাল ছাড়ি বাপ মায় । বাসনা হয়েছে দেশে যাব পুনরায় ॥ রাখিতে অনেক রাজা করিল যতন । বলিল ছড়িয়া যাবে কিসের কারণ ॥ নিশ্চয় যাইব শেষ বুঝি নৃপবর। আজ্ঞাদিল সাজাইতে তরণী সত্বর ॥ সাজাইল তরি এক অতি মনোহর । খাদ্য দ্রব্য লোক জন দিলেক বিস্তর ॥ বিনয়ে রাজার স্থানে হইয়া বিদায় । চলিলাম রাজকন্যা ছিলেন যথায় ॥ যাবে শুনি বিনোদিনী কান্দিতে লাগিল রাখিবাৱে বিধিমতে যতন পাইল। ~~! » ፃ ó বিস্তর বিনয়ে তার লইয়া বিদায় । তfর আরোহিয়া যাত্রা করি অচিরায় ৷ কিছু দিনে ডিঙ্গা অণfস লাগিল ডাঙ্গায়। কেরো দেশে পদব্রজে যাই অচিরায় ॥ সভায় যাইয়া দেখি সব ৰূপান্তর । পিতার হয়েছে মৃত্যু রাজা সহোদর। সমাদরে সহোদর করিল সন্তাষ । ভ্ৰাতায় যেমন ক্ষেহ করিল প্রকাশ ॥ সহোদর কহিল শুনহ সমাচাব । পিতা এক দিন যান দেখিতে ভাওীর ॥ চিত্রাঙ্গুরী না হেরিয়া ব্যাকুল রাজন। ভাবিল তোমার কৰ্ম্ম নহে অন্য জন ॥ অ।মি বলি যা বলিলে স্বৰূপ সকলি । অঙ্গুরী দিলাম তারে এই কথা বলি ৷ অতঃপর কহিলাম ভ্রমণের কথা। শুনিয়া অনেক খেদ করিলেন ভ্রাতা ৷ স্নেহ ভাবি মন মধ্যে সুখ উপজিল । শুনহ অশচর্য্য কথা পরে যা করিল ॥ যতো স্নেহ প্রকাশিল সব প্রতারণা । গৃহেতে রাখিল মোরে করিয়া ছলনা। নিশা যোগে দূত এক পাঠাইল ভ্রাতা। অt জ্ঞাদেয় কাটিয়া অনিতে মোর মাথা৷ বড় যেই আয়ু ছিল বেঁচেছি ভূপাল। শুন রাজা সেই দূত পরম দয়াল । বিনয় বচনে দূত কহিতে লাগিল । তোমারে বধিতে রাজা মোরে পাঠাইল রাজ্য লোভ করোপাছে পাইয়াছে ত্রাস কণ্টক ভাবিয়া চায় করিতে বিনাশ । হায়রে ভ্রাতার প্রাণ নির্দয় এমন । ভাইকে কাটিতে চায় রাজ্যের কারণ ॥ বড় তব ভাগ্যবল ওহে যুবরায় । অামাকে কহিল তাই মারিতে তোমায়। ভাবিল নিষ্ঠুর আজ্ঞা করিব পালন । মাখিয়া তোমার রক্ত দির দরশন ॥
পাতা:পারস্য ইতিহাস.djvu/১৭৭
অবয়ব