পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । У Ф. সদাগর চারি থলি স্বর্ণ মুদ্র দিল । দুই দিন পরে দিয়া টকা এক থলি । হাতে বস্ত্র দি ভৃত্য খরিদ করিল । পুনশ্চ যুবতী মেরে কহে “শুন বলি ৷ দুই জনে থাকি যেন সহোদরা ভাই। পুনরায় যাও তুমি সাধুর দোকানে । দেশস্ত সকল লোকে মনে করে তাই। আরো বস্ত্র অ নি গিয়। এই মুদ্রণ দানে ছিল এ রমণী ৰূপে অতি মনোহারী । কিন্তু সাবধান তুমি দর না করিবে । দার্দেনী প্রিয়ারে তবু ভুলিতে ন প্লারি। যে মুল্য চাহিৰে সাধু তাহাই ধরিবে” । সে রূপ হৃদয় মধ্যে সদা বিদ্যমান সাধুর দোকানে আমি যাই পুনরায় । তাহাতে সদাই মন সদাতার ধ্যান। বহু মূল্য বস্ত্র স ধু আমাকে দেখ য় । নব প্রেমে বশীভূত না হইয়া আর । ভাল বস্ত্র লইল{ম ব চিনি করিয়া । যাব যব কহিলাম দুই তিন বার ॥ সাধুকে দিলম দাম থলিয়া ধরিয়ণ ॥ কিন্তু সে কুরঙ্গ নেত্ৰা করিয়া বিনয় স্বভাব দেখিয়৷ সাধু বিময় হইল । কহে কেন এত শীঘ্ৰ যাবে মহাশয় ॥ | अक्षाम করিয়া মেরে পশচ। ই ক হল । তোমার করিতে ভাল অভিলায অাছে কৃপ। যদি কর তবে করি নিবেদন । BB BSB BBBBB BB BBBB BSBBS BSBB BD DDBB BBB BBBB BBB S অপেক্ষা করিয়া তুমি কর উপকণর । আগমন যদি হয় কৃতার্য হইব । পূর্ণ হবে মনে রথ পাবে পুরস্কার ॥ আমি তরে কহিল। ম আবশ্ব অসিব । এ কথtয় রহিলাম পরে দিন কত । রমণীর স্থানে গিয়া কহিলে বৃত্ত ন্ত । দয়। ভাবে যাহা করি নিজ ইচ্ছামত অ হলদিত হয়ে বলে যাইবে এক স্ত । অকিঞ্চন করি সদ1 জ নিতে f শেষ । ভে জনান্তে তারে পরে কর নিমন্ত্রণ । কি নিমিত্তে কে করিল নারীর বিদ্বেষ। পরশ্ব এখানে আসি করিবে ভোজন ॥ কিন্তু সে কামিনী নাহি কহে বিবরণ। শুনিয়া একথা আমি ভাবে বুঝিলন । জিজ্ঞাসিলে কথা ছলে হয় অন্যমন ॥ নারীর গোপন কোন আছে মনস্কাম । এক দিন কহে ধনী স্বর্ণ তোড়া দিয়া পরদিন সাধুগহে হয়ে উপনীত । নামারণ সাধু গৃহে যাও ইহা নিয়া ॥ " অ হারাদি করিলাম অতি অনন্দিত। তাহার নিকট হৈতে বসন লাইরে । বিদায়ের কালে তারে বহু সমাদরে । যে মুল্য চাহিবে তহি অবিলম্বে দিবে। নিমন্ত্রণ জানাইয়া আসিলাম ঘরে । এত শুনি যাই যথা নােমরণ থাকে। পরদিন সদাগর পরাত্ন সময়ে । বসন কিনিব আমি কহিলাম তাকে ॥ আ সিল একাকিম ত্র আমার অালয়ে । বিবিধ প্রকার বস্ত্র সাধু দেখাইল । সমাদরে সদাগরে করে ধরি লয়ে । তারমধ্যে তিনথন মনোজ্ঞ হইল ॥ ভোজন করিতে বসি একত্র উভয়ে ॥ যে মূল্য চাহিল সাধু দিলাম গণিয়া। কৌতুকেই মুখে মদ্যপান করি। আসিলাম শিষ্টাচারে বিদায় লইয়া ॥ । দিবস বিগত পরে অণগত শর্বরী ॥ নারীরে দিলাম অ নি বসন যখন । কিন্তু রামা অাসিল না একত্র ভোজনে কোন কথা না কহিল আমাকে তখন ॥ দেখা না করিয়া ঘরে রহিল গোপনে ।