পাতা:পারস্য ইতিহাস.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ケや পারস্য ইতিহাস । সেই কথা যথ তথা কহে পরস্পর । আনন্দ করিল কল্য পীর পৈগম্বর ॥ লোকের হরিষে প্রভু সন্তুষ্ট হইয়া । অগ্নি ক্রীড়া করিলেন স্বগেতে বসিয়া ॥ কেহ বলে অগ্নি মধ্যে দেখি পৈগম্বর । পাকা লম্বা গোপ দাড়ি জীর্ণ কলেবর ॥ এই মত কত কথা শুনি লোক মুখে । ভ্ৰমিয়া বেড়াই পথে মনের কৌতুকে । কিন্তু হায় মহনন্দে মগন যখন । প্রাণের সিন্দুক বনে পুড়িছে তখন । কেমনে বঞ্জিীর অগ্নি সিন্দুকেতে ছিল । তাহাতে জ্বলিয়া ধুনা কঠেতে লাগিল । যখন কাননে দেখি পুড়িছে সিন্দুক । যে বুঝ ভাবিয়া দেখ কি হইল দুখ। এক বিনা অার যার নাহিক সন্তান । ভালবাসে তারে পিতা প্রনের সমান ॥ খান খান করি তীরে কেহ কটে যদি । স্বচক্ষে জনক দেখে বহে রক্ত নদী ॥ তাহাতে পুত্রের শোক যে হয় পিতার। সিন্দুকে অধিক শোক হইল আমার ॥ বিপিন বিদীর্ণ করি ক্রন্দন করিয়া । শোকেতে মাথার কেশ ফেলি উপাড়িয়া ভাবিয়া ব্যাকুল মন চক্ষে ঝরে বারি। কিৰূপে রহিল প্রাণ বুঝিতে না পারি। ঘুচিল সকল আশা ভরসা তাহার । নৈরাশ হলেম রাজকন্যার অাশায় ॥ ভাবিয়া চিন্তিয়া কিছু মা দেখি উপায়। স্থির করিলাম আর কিকাজ হেপায় ॥ এই ৰূপে মহম্মদ লীলা সস্বরিয়া । দেশ ছাড়ি নন্দিনীরে দুঃখে ভাসাইয়ণ ॥ যাইতে যাইতে সঙ্গী পাইলাম পথে । কেরো দেশে চলিলাম তাহীদের সাথে ॥ অন্ন বিন গতি নাই মারা যাই প্রাণে । উপায় অভাবে তাতি হলেম সেখানে ॥ |-- النكتة কত দিন তাতিবেশে সেই দেশে যায় । অবশেষে ডমাস্কসে আসিয়াছি রায় ॥ র্ত তির ব্যবসা করি কাট (ইয়া থাকি । মনের জ্বলন্ত দুঃখ মনেতেই রাখি ॥ শয়নে স্বপনে হেরি রাজার কুমারী। কোন মতে বারে তারে ভুলিতেন। পারি মনে করি মনে তারে নাহি দিব স্থান । সে মাত্ৰ মনের ত্রম সদা জ্বলে প্রাণ ॥ তাহে আরো দুঃখ এই শুন মহাশয় । ব্যবসায় লভ্য নাই শ্রম অতিশয় ॥ এত বলি কহে পুন গুন হে রাজন । তোমার আজীয় কহি সব বিবুরণ | মনে ছিল এই কথা কারে না কহিব। তা পল মনের পাপ গোপনে রাখিব । কি করিব সে প্রতিজ্ঞা শেষে না রহিল। তোমার আদেশে প্রভু কহিতে হইল। এখন মিনতি নৃপ করি তব স্থান । ক্ষমা কর অপরাধ করি কৃপাদান ৷ এত শুনি মন্ত্রিবর রাজীর আজ্ঞায় । তন্ত্রবায়ে তুষ্ট করি করিল বিদায়। | বদর উদ্দিন লোলে রাজার ইতি হাসের অনুবৃত্তি ll শুনিয়া ত:fতর গল্প, নৃপতি চিন্তিয়া অল্প, মন্ত্রি প্রতি কহেন তখন । তুন্ত্রবায় নহে সুখী, তাহে যে জগত দুখী, মনে স্থান দি ওনা কখন ॥ এতেক বলিয়ণ রায়, কহিছেন পুনরায় শুন মন্ত্রী অামার বচন । ডাকোসবর জকৰ্ম্মী,সেনাপতিবৰ্ম্মী চৰ্ম্মী সৰ্ব্বজনে সভায় এখন ॥ পরেআনে পরিজনে,জিজ্ঞাসিবজনেজনে কে কেমন কাহার কি রীত ।