পাতা:পারস্য ইতিহাস.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । 》为铃” ভূপতি কিঙ্করে পরে আদেশ করিল। তারার অদৃশ্য তারা তখনি হইল । ক্ষণেক বিলম্বে আনে কাৰ্ত্তম কন্যায় । হেরি চমৎকার মানে সভাস্থ সবায়’। তখন উঠিয়া ধরি কন্যার চরণে । বুঝাইয়া কহি কত ললিত বচনে। বলি শুন র জবালা করি নি বেদন । ভরসা ছিলনা আর হেরিৰ বদন ॥ এবেসিনি বন্ধু মোর সদয় হইয়। বঁiচাইল মোরেপ্রিয়ে তোমারে অনিয়৷ মালির কিঙ্কর অামি শুন বরাননা । উদ্যানে ছিলাম তব করিয়া ছলন ৷ ছল প্রকাশিতে বল করিলে প্রকাশ । তাহাতে নিশ্চয় প্রাণ হইত বিনাশ । কিন্তু কৃপানিধি বিধি অনুকুল যাই । তব ক্রে ধানল হতে বঁচিয়াছি তাই ॥ এখন মিনতি এই তব সন্নিধানে । কৃপাদৃষ্টি কর প্রিয়ে অধীনের পানে ॥ এতবলি ভাবি মনে বসিয়া তখন । রাজবালা কত মোরে করিবে ভংসন ॥ কিন্তু সে কমল আঁখি চেতন পাইয়ণ । কহিতে লাগিল মোরে একপ করিয়া ॥ করিলে যে কৰ্ম্ম তুমি শুন মহাশয়। তাহাতে যে কথাকই হেন বাঞ্চল নয় ॥ কিন্তু বিধি স্থপ্রসন্ন এখুন তোমারে । ক্রোধ শূন্য সেইজন্য পাইলে আমারে। দুচক্ষের বিষ আমি দেখি যে রাজায় । বিবাহ এখনি সেই করিত অণময় ॥ হরিয়া অনিয়া মোরে, বঁiচলে রাজন। উপকার করিলে কে কহে কুবচন ॥ একথা শুনিয়া কহি আহিলদে ভাসিয়া । সত্য কি সুন্দরী তব হয় নাই বিয়া ॥ সৰূপ সে কথা বটে করি নিবেদন । তাহার বৃত্তান্ত তবে করহ শ্রবণ তব প্রতিনিধি ফিরে আসিল যখন । তদন্তর কার্জমেন্তে হয়, দুর্ঘটন। মিলিয়া গজার রাজা কান্ধারের সনে। সমরে পিতার সঙ্গে যুঝে প্রাণ পণে। বিজয়ী হইয়া দোহে হয় অগ্রসর । ক্রমে আসি উপনিত কার্জম নগর ॥ বিষম সঙ্কট দেখি জনক চিন্তিত । অামারে না দেন যদি হয় বিপরীত ॥ অনেক ভাবিয়া স্থির করেন তখন । গজুরি রাজারে মোরে করিবে অপৰ্ণ ॥ তদন্তর সন্ধি পত্র শক্র সঙ্গে হয় | অামার বিবাহ তাহে হইল নির্ণয় ॥ যে দিন যাইব আমি আসিল সম্বাদ । রণজয়ী দুই নৃপে হয়েছে বিবাদ ৷ উভয়ে তাহাঁরা মোর করে আঁকুঞ্চন । পরস্পর সেই জন্য উভয়েতে রঙ কান্ধার তাধিপ শেষ জিনিয়ণ সমর । পিতার নিকট দূত পঠায় সত্বর ॥ বিনয়ে জনকে দূত করে নিবেদন । গজনার রাজন রণে হয়েছে নিধন ॥ এখন মানস এই কান্ধীর রাজার ! বিবাহ করেন আ সি কন্যায় তোমার ॥ দুর্জনের সঙ্গে যুঝে নাহি শক্তি তার । নাচার হইয়া নৃপ করিল স্বীকার ॥ জনকের অঙ্গীকার করিয়া শ্রবণ । মনের তুখেতে কত করি বিলাপন ॥ বলি হয় একিদায় ঘটিল অমায় । কেমনে বরিব যারে মন নাহি চায়.। ব্যাকুলু হইয়া ভাব কি করি উপায় । অনুকুল বিধি মোরে বঁাচিলাম তীয় ॥ ইহা শুনি কহি তীরে করিয়া বিনয় অনুগত জনে প্রিয়ে হওহে সদয় ॥ চরণে স্মরণ তব লয়েছি এখন । . প্রাণ দিয়া প্রমোদিনী রাখহ জীবন ॥