令、e象、 দান্সে মন্দে পরাজু,খ হইলে সুন্দরী । অামারে সদয় হও এই ভিক্ষণ করি ॥ এখনি গণিয়ণ চারি সহস্ৰ কাঞ্চন । তোমারে ফে তুক দিব দেহ আলিঙ্গন ॥ | এরোয় একথা শুনি কহিল কান্দিয় । । পোড়া ধৰ্ম্ম বুঝি গেছে এদেশ ত্যজিয়ণ ॥ রক্ষক ভক্ষক হয় নাহিক নিস্তার । i বিচার যাহার হস্তে করে অবিচার ॥ । যতন কfরয়া কাজী কত কথা বলে । | বদন তথাচ তার ভাসে অংশ্রত জলে ৷ প্রিযু মুখী ম ন মুখে উঠিয়া চলিল । সf.শেষ হৃদয়েশে নাহিক কহিল ॥ কামিনীর মুখ হেরি কহে সদাগর । কপাল ভাঙ্গি লে হয় যন্ত্রণ বিস্তর ॥ বৈদ্যের বান্ধব কাজি সন্দেহ কি তায় । অপহেলা তাই বুঝি করিল অ মায় ॥ ডেম স্কস দেশে রাজ প্রতিনিধি অাছে । আবেদন কর ধনী গিয়া তার কাছে ॥ । পরদিন সাধু পত্নী ঢাকিয়া বদন । রাজ প্রতিনিধি কাছে করিল গমন ॥ ! প্রতিনিধি নিয়া তরে বিরলে চলিল। : বিস্তর বিনয়ে তার ঘোমটা খুলিল। । ৰূপ হেরি অনন্দিত কহে প্রতিনিধি ! ! হায় হায় হেরি নাই হেন ৰূপ নিধি ॥ কহ দেখি কে মলঙ্গি করি নিবেদন । কৰ্ম্ম কি করিতে হবে তোমরে এখন ॥ এরোয়ণ কহিল শুন ধৰ্ম্ম অবতীর । বানোর রমণী অামি সন্ম-খে তোমার ॥ কহিতে না দিয়া কথা প্রতিনিধি বলে । । সাধু তুল্য প্রিয় মোর নাহি ভূমণ্ডলে । । কিপ্ত এমুন্দরী নারী রমণী ষ হার" তার সুখে মনে ইর্ষণ হয় সবাকার। কমিণী কহিল প্রভু করি নি দেন । ইণ না করিয়া দয়া কৰ্ত্তব্য এখন ॥ পারস্য ইতিহাস । সাধুর দুর্গতি অতি সীমা নাহি তার। এত বলি বলে সব করিয়া বিস্তার ॥ প্রতিনিধি কহে পুন শুনিয়া বচন । বৈদ্য হতে অচিরায় অ নি দিব ধন ॥ অগ্রে যদি ফল পাই তবে হস্ত দিব । নচে ই বিফল শ্রম কি লাগি করিব ॥ এত শুনি সাধু কান্ত উঠিয়ণ তখন। গৃহে আসি প্রাণকান্তে করে নিবেদন ॥ ভরসা নাহিক আর শুন মহাশয় । দুঃখ দেখি কেহ নাহি হই ল সদয় ॥ রমণীর বাক্যে সাধু পায় মনস্তাপ । মানব সন্তান প্রতি করে আভি শাপ ॥ নারী বলে বৃথা কেন কর এ বিলাপ। অভিশাপে কোনক্রমে যাবেন। সন্তাপ উপায় করেছি ভাল ফিরে পাবে। ধন । কি ৰ পে কেমনে তাহা কব না এখন ॥ তন জন শঠে শাস্তি বিলক্ষণ দিব । কামনা হইলে পুণ তোমারে কহিব ৷ সাধু বলে কর ত ে, যদি ভাল হয় । তোমার মতে তে মত জানিবে নিশ্চয় ॥ এত শুনি বনেদিনী ত্বরায় যাইয়t কাঠের সিন্দুক তিন অনিল কিনিয়া । বাছিয়া বসন ভূষা যতনে পরিয়া । অবিলম্বে দান গেম দে দেখা দিল গিয়া ॥ ঘোমটা খুলিয়া ধনী তুলিয়া নয়ন । ললিত ভাষায় তারে কহিল তখন ॥ কৃপা করি অধিনীরে ধন খি রে দেহ। কেন,া হয়ে বর তাহে নাহিক সন্দেহ ॥ বৈদ্য বলে বিধুমুখী আকুঞ্চন বৃথা । দ্বি সহস্র স্বর্ণ দিব যদি র বেণ কথা । ললন বলিল যদি এমন বাসনা । পুরাইব মনোবাঞ্ছা ত্যজহ ভাবনা ॥ দশ দণ্ড রাত্রি হলে মুদ্র সঙ্গে নিয়ণ । অালিবে অলিয়ে মোর সত্বর হইয়া ॥
পাতা:পারস্য ইতিহাস.djvu/২০৬
অবয়ব