পাতা:পারস্য ইতিহাস.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ' b বিশিষ্ট নহিক আমি করিলে কি জ্ঞান। শক্তি নাই করিতে দ্রব্যের মূল্য দীন”। তীরে অমি কহিল (ম বিনয় বচন । দেখি নাই অপরাধ করিবে মোচন ॥ এবে যাহ। ইচ্ছা কর করহ গ্রহণ । বিনা মূল্যে দিব তাহা লইব না পণ । দিলাম বৃদ্ধের কাছে চাঙ্গারি রাখিয়া । আতা ফল লইলেন পসরা খুলিয়। নিকটেতে তার পর বসাইয়। তথা । জিজ্ঞাসিতে লাগিলেন সব তত্ব কথা ॥ কে তুমি কোপায় বাস কিবা নাম ধর। আমি বলি “মহাশয় তাহে ক্ষম কর। কাল বশে দুঃখ সব অছি পাসরিয়া । ভাবিলে সে দুঃখ নল দগ্ধ করে হিয়া ॥ শুনি বৃদ্ধ অার না সে কথা জি জ্ঞাসিল । অন্য কথ। নিয়া গল্প করিতে লাগিল ৷ দশ স্বর্ণ মুদ্রণ নোরে দিয়া তার পরে । উঠিয়া সেখান হতে চলিলেন ঘরে ॥ পাইয়। অধিক মুল্য ভাবি চমৎকার । এত যে দিলেন মোরে কি ভাব তাহার। ভাগ্যবন্ত খরিদার ছিল যত জন । কেহ নাহি দিত এক স্বর্ণ মুদ্র পণ । বিক্রয় করিতে পুনঃ গিয়া পর দিন । দেখিলাম সেই খানে অtছয়ে প্রবীণ ॥ চাঙ্গারি তাহাকে আগে দিলাম খুলিয়া । প্রাচীন সুগন্ধি কিছু লইল তুলিয়। এদিন ও বসাইয়৷ অতি সম দরে । পুনৰ্ব্বার পরিচয় জিজ্ঞাসিল মোরে । বার বার উপরোধ ছাড়ান না যায় । কি করি সকল কথা কহিলাম তায় ॥ তা দ্যন্ত বৃত্তান্ত সব কহিতে র্তাহ কে । সমস্ত শুনিয়া বৃদ্ধ বলিল আমাকে ॥ সদা গরি করি আমি বশরায় ধাম । ভtলর পে জানি তব জনকের নাম । পারস্য ইতিহাস । সস্বাদ শুনিয়া দুঃখ হইল অপর । স্নেহের আধার তুমি হইলে আমার । সন্তান সন্ততি বিধি দেন নাহি মোরে । সম্ভব না হয় আর হইবেক পরে ॥ পুত্ররূপ ভাবি আমি দশ নে তোমার । অদ্যাবধি পোষ্য পুত্র হইলে আমার ॥ অতএব দুখানল করহ নিৰ্ব্বাণ । হৃদয়ে দুঃখেরে অঁরি নাহি দিবে স্থান। অদিলিজ হতে অামি বহু ধন ধারা । অামি গতে হবে তুমি সৰ্ব্ব অধিকারী। শুনিয়া বুদ্ধের বাক্য অনিন্দিত মন । | | | | নমস্কার করিলাম তাহ কে তখন ॥ পসরা পূর্ণিত দ্রব্য রাগ ইয়। পরে । অমকে লইয়া সাধু চলিলেন ঘরে । মনোহর পূর্বী মধ্যে থাকে সদাগর । অ মোকে ও সেই খানে দিল এক ঘর ॥ নিযুক্ত করিল দাস সেবার কারণ । অ নি (ইয়া দিল পরে উত্তম বসন ৷ পরম অনন্দে আমি থাকি সেই স্থান । মনে করি যেন পিতা অাছে বৰ্ত্তমান ॥ । কিছু দিনে বাণিজ্যের দ্রব্যাদি বেচিয়। অসিলেন বণরায় আমাকে লইয়া । পূর্বের বা বগণ ছিলেন র্যাহার। চমৎকার ভাবে মম সৌভাগ্যে র্তাহ র৷ যাহারা নগর মধ্যে শ্রেষ্ঠ ধনী মনিী । পোষ্য পুত্র করিয়াছে করে কান কার্না। সদ। আমি থাকি সেই বৃদ্ধকে তুষিয়া । আচরণ দৃষ্টে তুষ্ট আমাকে পোযিয়া ॥ কহিতেন সদা “ শুন অবিল-ক সম । ভাগ্য বশে পাইয়াছি তেমাকে উত্তম । পুত্র বিন নানা দুঃখ শেষ অবস্থায় । ঘুচিল সে দুঃখ সব পাইয়া তোম tয় ॥ এই কথা বার বার কহিতে ন কত । অামি সেবা করি তারে সন্তানের মত।