পাতা:পারস্য ইতিহাস.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ইহ বলি আবলেরে তৃত্য সাজাইয় । । কবর হইতে তারা চলিল লইয়। ॥ একাকিনী বালুকিসী আসিয়া ভবনে। ] কবরের চাবি দিল ভৃত্যকে গোপনে। ; আলী, আবলেরে নিয়া গৃহেতে রাখিল । কেহ নাহি জানে যুদণ তথায় থাকিল ॥ । রাজা আর মন্ত্রী পরে নগর খুজিয়া । দেশে তে আসিল ফিরে পাবে না বুঝিয়া পরে এক অশ্ব অলীি করি আনয়ন । । যুবকে কহিল তুমি কর আরোহণ ॥ বহুমূল্য ধন দিয়া তাহার সহিতে । বিনয় বচনে আলী লাগিল কহিতে ॥ “অরিনাহি শক্ৰ তব করে অন্বেষণ । দেশে ফিরে আtসিয়াছে নিয়ণ সেনাগণ অতএব পরামশ বলি মহাশয় । পলায়ন কর তুমি যথা মনে লয় । শুনিয়া অ লীর কথা বণিক তনয় । ধন্যবাদ করি তীরে প্রণমিয়া কয় ॥ ধরণীতে যতক লৈ জীবন ধরিব । প্রাণ রক্ষণ করিয়াছ স্মরণ করিব ॥ অলিঙ্গন দিয়া অালী কহিল যুবারে । ঈশ্বর বিপদে রক্ষণ করুণ তোমারে ॥ পরে যুব অশ্বোপরি করি আরোহণ । বোগদাদ নগর লক্ষ্যে করিল গমন ॥ ! বিশ্রাম না করে পথে চলে দিবা নিশি । । কয়দিন মধ্যে তথা উত্তরল আসি ৷ নগর প্রবেশ করি যায় হাট পানে। সদাগর লোকে সবে মিলে যেই খানে ॥ । মনে করে দেখা হবে সেই সাধুসনে। বশরীয় তুষ্ট যারে করেছিল ধনে । বলিবে তাহার কাছে এ দুঃখের কথা । তাহাতে সান্তন পীবে যাবে মনোব্যথা এই ভাবি সাধুপল্লী খুজিল সকল । ন| দেখিয়ণ সদাগরে হইল বিকল ৷ পারস্য ইতিহাস । ভ্ৰমিয়া সমস্ত দেশ কাতর হইয়া । রাজপুরী সম্মুখেতে বসিল অসিয় ॥ দৈবের ঘটনা ক ভু না যায় খণ্ডন। যুব দত্ত শিশু ছিল গবাক্ষে তখন ॥ চতুর্দিক দেখিতেছে পূৰ্ব্বে নাহি জানে। অচম্বিত দৃষ্টি হয় অবলের পানে ॥ দেখিয়া অ নন্দ কত শিশুর হইল । ত্বর করি গিয়া ভূপে সস্বাদ কহিল। শুনিয়া ভূপতি বলে হবে তব ভ্ৰম । মরিয়াছে বহুদিন অবিল-ক সম | তবে বুঝি তার মত হেরিয়া কহারে । ভুলিয়া বলিছ দৃষ্টি হইল তহিরে ৷ শিশু বলে শুন প্রভু ভ্রান্তি ইহা নয়। আবল-ক সমে অামি দেখেছি নিশ্চয় ॥ তথাপি সন্দিগ্ধ রাজা বিশ্বাস না যায় । সত্য মিথ্যা ভূত্য দিযা দেখিতে পাঠায় । অাবল দেখিয় ছিল বালকে তখন । গব ক্ষে থাকিয়া তরে দেখিল যখন ॥ সন্তাবনা ছিল পুনঃ দেখিব আসিয়ণ । আসিবার প্রত্যাশায় ছিলেন বসিয়ণ ॥ এমন সময়ে শিশু নিকটে আইল । দেখামাত্র পরিচয় তখনি পাইল । অপেন প্রভুর পদে প্রণাম করিয়ণ । ভূমিষ্ঠ রহিল দুই চরণ ধরিয়া ॥ অীবল তুলিয়া তীরে জি জ্ঞাসে তখন । নৃপতির কাছে তুমি আছি কি এখন । একথা শুনিয়া শিশু করিল উত্তর । যথার্থ এখন অামি রাজার কিঙ্কর ॥ মহাপরাক্রান্ত বীর হর্ণৰূণ রাজন । অতিথি তোমার গৃহে হইল যখন ॥ তখন আমি য় তারে করিলে অপর্ণ । অতএব তৃত্য আমি তঁহffর এখন ॥ আপনি চলুন প্রভু আমার সহিত । দেখিয় তোমাকে রাজা হবে পুলকিত।