পাতা:পারস্য ইতিহাস.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । ডামাসে অাসিয়৷ বারযোষিত তখনি । প্রেমি জনে মজাইতে মাতিল অমনি ॥ নিজ ৰূপ ত্যজে ধনী ভুলাবার ছলে । । অপৰূপ ৰূপ ধরে অঙ্গুরীর বলে ৷ এমত চাতুরী ফাদ করিল বিস্তার। প্রেমিকের কোন মতে না ছিল নিস্তার ॥ এই ৰূপে কত খেল খেলে বারাঙ্গন । আমিও অঙ্গরী বলে করি প্রবঞ্চন ॥ মধ্যে মধ্যে চুরি করি ছাড়ি নিজ কায়। কখনো সুখের জন্যে ধরিতীম মায়ণ ॥ এই রঙ্গে কিছু কাল বঞ্চিয় স্বদেশে । বিদেশে যাইতে বাঞ্ছা হলো অবশেষে ॥ দেশ দেশান্তর দেহে করিয়া ভ্রমণ । করিলাম নৈমনের রাজ্যেতে গমন ॥ উত্তরিয়া সেই খানে শুনি এই বাণী । বালিকা রাজার কন্যা হইয়াছে রাণী ॥ অালী নামে মন্ত্রী তার হয়ে প্রতিনিধি । শাসন করেন প্রজা দিয়া নিজ বিধি ॥ . মন্ত্রীর একাধিপত্যে যত প্রজা গণ । রাজ প্রতিকূলে উঠে সদন এই মন । মোয়াফেক নামে ছিল নৃপতির ভাই । বহু কাল নিরুদেশ তত্ত্ব কিছু নাই । র'ণীর পিতব্য সেই জানে সৰ্ব্ব জনে । লোকে বলে মরিয়াছে মোগলের রণে ॥ কিন্তু লোকে পরস্পর তাই ভাল বাসে । এ সময়ে মোয়াফেক যদি দেশে আসে এ সব শুনিয়া মোরে দেলনোয়াজ কয় । লইতে রাজত্ব এই উত্তম সময় ॥ ইহাতে না চাই কিছু অধিক কারণ। মোয়াফেক ৰূপ মাত্র করহ ধারণ ॥ ভাবিলাম এ খেলাও খেলি এই ছলে । হইলাম মোয়াফেক অঙ্গুরীর বলে ॥ এই ভাবে সেই দেশে গিয়া উপস্থিত । তার ষত মিত্রগণ হয় অনিন্দিত ॥ & 3 রাজ্য লব এ মনস্থ করিতে প্রচার । সিংহাসন দিবে তারা করিল স্বীকার ॥ নৈমান জাতিকে মেরি পক্ষেতে অনিল উজীরের শত্র সব অসিয়া মিলিল ॥ ক্রমেতে সে দেশ মৃদ্ধ সব প্রজা গণ । অস্ত্রধারী হইলেন আমার কারণ ॥ নগর বাসীরা সবে মুক্ত করি দ্বার । রাজ্যেশ্বর করিলেক দিয়ণ রাজ্য ভার ॥ রাজা হয়ে নিরন্তর মনে ছিল আশ । কেমনে করিব রাজ কুমারীকে নাশ ॥ কিন্তু অালী মন্ত্রীবর তৎপর হইয়ণ । ংগোপনে পলাইল তাহাকে লইয়া ॥ পরে অামি নিরুদ্বেগে সিংহাসন নিয়া । প্রজা তুষ্ট রাখিলাম পুরস্কার দিয়া । অrমার কারণ যারা হয় অস্ত্র ধারী । , করিলাম তাহাদিগে রাজ কৰ্ম্ম চারী ॥ দেলনোয়াজ মনোহর কাপ ধরি শেষে । অদরে রহিল রাজ মহিষীর বেশে ॥ অপুৰ্ব্ব মন্দিরে ধনী থাকে হর্ম মনে । গান বাদ্য সদা কাছে করে সখী গণে । উভয়ে আনন্দে বাস করি এই মত । কিন্তু সে মুখের কাল শীঘ্র হয় গত ॥ জানাইল সমাচার তব দূত গিয়া । তুমি সেই কুমারীকে করিয়াছ বিয়া ॥ শুনিলাম আরো এই প্রতিজ্ঞায় ছিলে । ংগ্রামে লইবে রাজ্য ইচ্ছায় না দিলে । ফিরাইয়া দেই দূত করি অহঙ্কার । যেন আমি কোন ভয় রাখিনা তোমার । কিন্তু শঙ্কা হয় দূতে করিয়া বিদায় । । রমণীৱে জি জ্ঞাসি কি করিব উপায় ॥ বিবেচনা করি শেষে ভাবিলাম তই । দিতেই হইল রাজ্য সম বল নাই ॥ কিন্তু তাহে হয় অতি অপমান বোধ । করিলাম প্রতিজ্ঞ তুলিতে হবে ক্ৰোধ ।