পাতা:পারস্য ইতিহাস.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদাসীনে ধন দিয়া পুত্রের পা ।

  • , সদাগর ॥ ... হয় প্রাচীন কহিল । . বর্ষ অকিঞ্চন পুত্র না হইল ” ॥ উত্তর করিল বৈদ্য শুন মহাশয় । “ বিধাতার কৃপা বিনা পুত্ৰ নাহি হয়। তথাপি বিধির তাহে নাহিক বারণ । উপায় দেখিবে সবে পুত্রের কারণ " ॥ সদাগর বলে * ভাল কহ দেখি তবে । কিৰপে আমার এক পুত্র লাভ হবে ৷ চিকিৎসক বলে সাধু করি নিবেদন । কিনিয়া অভ্যানহ এক যুবতী এখন ॥ কৃশতর কলেবর হবে সেই নারী । দীর্ঘাকার ক্ষীণকটি গণ্ডদেশ ভারি ॥ আরো হবে রমণীর মধুর বচন । নিরন্তর হাস্য মুখ প্রফুল্ল বদন ॥ পরস্পর দুই জনে প্রণয় রাখিবে। প্রথমে চল্লিশ দিন নিয়মে থাকিবে ॥ খাবে কৃষ্ণ মেষ মাংস মুরা পুরাতন । বিষয় কৰ্ম্মেতে তুমি নাহি দিবে মন ॥ এসব পালন যদি ভালমতে হয় । অবশ্য তাহার গৰ্বে জন্মিবে তনয়” । বৈদ্যের বিহিত কথা আদি লা শুনিয়া । সেই মত নারী এক আণনিল কিনিরণ ॥ করিল চল্লিশ দিন কথিত আচার । তাহাতে নারীর গর্ভুে জন্মিল কুমার ॥ কেীলফ বলিয়া নাম নন্দনের রাখি । মহোৎসব করে সাধু বন্ধগণে ডাকি ৷

& 5 দ্ব আনন্দিত মনে । দুঃখী জনে ॥ দুতে লাগিল । ..ত থাকিল ॥ হব্রু গিরীক ভাষাতে । , (তে পড়িতে শিশু নিপুণ তাহাতে ॥ কোরণ প্রভৃতি টকা যাহা পাঠ করে । অনায়াসে অর্থ বুঝে কত ছল ধরে ॥ পারস্য আরব দেশী যত ইতিহাস । রাজাদের পূৰ্ব্ব কাণ্ড করিল অভ্যাস ॥ নীতিজ্ঞান বৈদ্যশাস্ত্রে হয় অধিকার । বিশেষতঃ জ্যোতিষে ব্যুৎপত্তি চমৎকার। বয়ঃক্রম অষ্টাদশ বর্ষ না যাইতে। কবিকর বিচক্ষণ হইল গায়িতে ॥ জন্মাইল নিপুণতা এতাদৃশ রণে । কার সাধ্য যুদ্ধ করে আসি তার সনে ॥ বিশেষিয়া গুণ তার কি কহিব আমার । হইল সাধুর পুত্ৰ সৰ্ব্ব গুণাধর। এতাদৃশ গুণসিন্ধু তনয় যাহার। অসাধ্য বর্ণণ করা যে মুখ তাহার ॥ সদাগর প্রাণাধিক ভালবাসে তারে । তিল অাদ অদশ নে থাকিতে না পারে ॥ কিন্তু ন হইল ভোগ বহু কাল মুখ । দুরন্ত কৃতান্ত তাহে করিল বিমুখ ॥ অন্তকাল উপস্থিত বুঝিতে পারিয়া । তনয়ে বুঝায় সাধু বিস্তর করিয়া ॥ অনন্তর লোকান্তর করিতে গমন । সৰ্ব্বধন অধিকারী হইল নন্দন ॥ কিন্তু বহু যত্নে যাহা পিতা উপাৰ্জ্জিল । কুকৰ্ম্মে কুমার তাহ দিতে আরম্ভিল । মনোহর পুরী এক নিৰ্ম্মাণ করিয়া । বারাঙ্গন নারী কত রাখিল আনিয়া । লম্পট কএক বন্ধু নিয়া সেই স্থানে । দিবানিশি বাদ্য গান মত্ত মদ্য পানে ॥