পাতা:পারস্য ইতিহাস.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস · · - ৬৩ সবারি ঘোমটা খুলি করি বিৰেচন । দেখিল যুবতী গণ অতি স্কুলক্ষণ ॥ বিশেষতঃ এক জন মনোজল হইল । এই নারী বেচ মোরে বৃদ্ধাকে কহিল ॥ বুড়ী কহে দেখিতেছি সস্তু,ান্ত আপনি। আপনার যোগ্য নহে এ মমরমণী ॥ পরম স্থনদরী কত মোর ঘরে অাছে। ইহারা সকলে তুচ্ছ তাহাদের কাছে ॥ 1 সঙ্গে চল সে সকল দেখাব তোমকে । বাছিয়া লইবে ভাল বাসিবে যাহাকে ॥ একথা শ্রবণ করি সাধুর নন্দন । প্রবীণর সঙ্গে রঙ্গে করিল গমন ॥ " মঠের সম্মুখে এক, গিয়া বুড়ী কয় । এই খানে ক্ষণেক দাড়াও মহাশয় ॥ একথা বলিয়া বৃদ্ধ গমন করিল। . সেই খানে দাড়াইয়ণ কৌলফ রহিল । তিন দণ্ডবিধি প্রায় অপেক্ষা করিয়া । তদন্তর বুড়ী তথা আসিল ফিরিয়া ॥ আলখাল্লা ঘোমটাদি নারী যাহা পরে । আনিল রমণী বেশে নিয়া যাবে ঘরে । কেীলফকে সেই বাস পরাইয়া কয় । ...ইহাতে অশ্রদ্ধা নাহি কর মহাশয় ॥ দেখিছ বিশিষ্ট নারী আমরা সবাই । গুহে পর পুরুষে অানিতে লজ্জা পাই’। কেীলফ কহিল চিন্তা কিলাগি জননী । ভাল যাহা বুঝ তাহা করহ এখনি ৷ অপর ঘোমটা আর আলখাল্লা পরি। চলিল বৃদ্ধার সঙ্গে নারা ৰূপ ধরি ॥ কতদূর গিয়া এক অট্টালিকা পায় । সেই খানে দুইজনে প্রথমতঃ যায়। সকল প্রাঙ্গণ বাধা সবুজ পাষণে । তাহা ছাড়ি গেল এক প্রকাগু দালানে ॥ সেখানে প্রস্তর পাত্র অাছে পূর্ণ জলে । তাহাতে মরালগণ ফিরে কুতুহলে। স্বর্ণের পিঞ্জর চারিদিকে শোভা পায় । বিবিধ বিহঙ্গ বসি গান করে তায় ৷ এসব হেরিয়া হর্ষ আবদলা তনয় । দেখাদিল নারী এক এমন সময় ॥ ঈষৎ হাসিয়া ধনী প্রণাম করিয়া । বসায় বিচিএাসনে তাহারে ধরিয়া ॥ অপুৰ্ব্ব অস্বর হস্তে জড়াইয়া নিল । কৌলফের মুখ চক্ষু মুছাইয়া দিল ॥ দেখিয়া তাহার ভক্তি সাধুর নন্দন । চঞ্চল মানস অতি হইল তখন ॥ ইহাকে করিব ক্রয় এই মনে করে । ইতি মধ্যে অন্য এক নারী অসে ঘরে ॥ তাহার সৌন্দর্য্য দেখে অরে: চমৎকার। পরম যুবতী অঙ্গে নানা অল টার। বিন স্বরে স্কন্ধদেশে কিবা শোভা পায় । কুটিল কোমল কেশ পড়িয়াছে তায় ॥ অ।সিয়া যুবার করে চম্ব দিয়া নারী । পদ পাখালিতে বসে নিয়া স্বর্ণঝারী ॥ কেলফ তাহাতে করে নারীকে বারণ । সন্তু মে ধরিতে চায় তাহারি চরণ ॥ হেন কালে দেখা দিল বিংশতি রমণী । কেীলফের জ্ঞান শুন্য হইল অমনি ॥ সম ৰূপা সৰ্ব্বজন যৌবন বয়সী। মধ্যে ঘেরা অাছে এক পরম ৰূপসী ॥ সকলে জিনিয়া তার রূপ অনুপম । অঙ্গে কত মণি মুক্ত শোভে মনোরম ৷ তাহাকে দেখিয়া মনে ভাবে যুবনর । নক্ষত্র বেষ্টিত বুঝি হবে নিশাকর। মোহিত হইয়া পড়ে কেলফ ভূতলে । । শীঘ্ৰ আসি ধরে তারে সর্থীরা সকলে ॥ চেতন হইলে তারে কহে সে সুন্দরী । জালে পড়িয়াছে পক্ষী অাহা মরি মরি ॥ কেলফে পালঙ্কোপরি বসাইয়া নারী । অনাইল মণি পাত্রে শর্করার বারি।