পাতা:পারস্য ইতিহাস.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ না দিলে আমায় কেন সত্য পরিচয় । কি কারণে কহ নাহি মসুদ তনয় ॥ কৌলফ এ কথা শুনি করিল উত্তর । দেখি নাই কতু আমি কোজণ্ডি নগর ॥ ডামাসেতে জন্ম আগে বলিয়াছি সব । বহু কাল পিতৃ হীন হীরাই বিভব ॥ সভ্য বলে তবে কেন ময়দ তোমায় । পুত্র সম্বোধনে পত্র লিখিয়া পাঠায় ॥ শুনিলাম বহুতর উষ্ট্র, সাজাইয়ণ । বিবিধ বাণিজ্য দ্রব্য দিল পাঠাইয়ণ ॥ যদি তুমি নাহি হবে তাহার নন্দন । তবে কেন এ সকল করিকে প্রেরণ ॥ কেীলফ কহিল বটে তাহা মিথ্য নয় । কিন্তু তবু নহি অামি তাহার তনয় ॥ ইহা বলি কহে তারে করিয়া বিস্তার । ভ্ৰমেতেই ঘটিয়াছে এমন ব্যাপার ॥ শুনি কৰ্ম্মকারী বলে ভ্ৰমই নিশ্চয় । এ দেশে অবশু অাছে মস্থদ তনয় ॥ ৪ অতএব যুক্তি আমি দিতেছি এখন। অদ্য রাত্রে হেথা হতে কর পলায়ন ॥ কোলফ কহিল তাই ভাবিয়াছি মনে । পলাইব রজনী হইলে দুই জনে। বদ্যপি কাজীর ভ্ৰম কালি দিন রয়। তবেই মঙ্গল বটে শুন মহাশয় ॥ কৰ্ম্মকারী বলে চিন্তা আর না উচিত । ঈশ্বর সহায় বড় জানিবে নিশ্চিত ॥ - হইল যখন হেন মৃত্যু দণ্ডে ত্ৰাণ । কি ভয় তোমার আর যাবে নাছি প্রাণ৷ এৰূপ প্রবোধ বাক্য বিস্তর কহিয়া । চলিলেন রাজ সভ্য বিদায় হইয়ণ ॥ নির্জন দেখিয়া পতি পত্নী দুই জন । পলাবার করিতে লাগিল আয়োজন ॥ রাত্রি তাকাইয় অাছে স্থির করি সব । এমন সময়ে দ্বারে শুনে কলরব ॥. পারস্য ইতিহাস । প্রাঙ্গণে তখনি দৃষ্টি করে আচম্বিত। অশ্বাৰূঢ় কয় জন-অাসি উপস্থিত। দেখিয়া হইল প্রাণ কল্পিত দোহার । ভাবিল আসিল কাজী করিতে সংহার কিন্তু এই শঙ্কা দুর ত্বরায় হইল। যে ৰূপ ভাবিল মনে তাহা না ঘটিল ॥ প্রাঙ্গণে রাখিয়ণ অশ্ব সেই সৈন্যপতি । গাঠরি লইয়া হাতে যায় শীঘ্ৰগতি ॥ সমাদরে প্রণমিয়া কোলফেরে কয় । অtসিয়াছি রাজার অাদেশে মহাশয় ॥ জানিয়াছে প্রভু তব সব ইতিহাস । শুনিবে তোমার মুখে বড় অভিলাষ ॥ সম্মানের যোড়া এই দিলেম তোমায় । পরিয়া যাইতে শীঘ্ৰ তাহার সভায় ॥ কৌলফের কোন মতে ছেন বাঞ্ছা নয় । যাইয়ী রাজাকে সব বিবরণ কয় ॥ কিন্তু রাজ আজ্ঞা বুঝি কিছু না বলিল যোড় পরি সৈন্য সহ তখনি চলিল । বাহিরে দেখিল এক স্থসজ্জিত ঘোড়া । সুবৰ্ণ হীরায় তার সব সাজ মোড়ল ৷ সেনাপতি আসি তথা কেীলফেরে কয় । এই অশ্ব অারোহণ কর মহাশয় ॥ তুরঙ্গে চড়িয়া যুবা রাজ পুরে যায়। অশ্বাৰূঢ় যত ছিল আগু পাছু ধায় । রাজ দ্বারে উপস্থিত হইল যখন । আগু বাড়ি লইতে আসিল সভ্যগণ ॥. সমাদরে তারে নিয়ণ করিল গমন । - যে স্থানে বসিয়া ছিল অস্বেক রাজন ॥ সন্তু মে প্রধান মন্ত্রী নিজে উঠি পাছে। করে ধরি নিয়া গেল ভূপতির কাছে। গজদন্তু সিংহাসনোপরি নরপতি । বসনে ভূষিত কত রত্ন হীরা মতি ॥ দেখিয়া সভার শোভা লোকের জমক । • কোলফের চক্ষে আরো লাগিল চমক ॥