বিষয়বস্তুতে চলুন

পাতা:পাষাণের কথা.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ৫ ]

নবপত্রিকা—প্রস্তরশিল্পের পারিভাষিক শব্দ।

নিগম—শ্রেষ্ঠী, স্বার্থবাহ বা কুলিকগণের সাম্প্রদায়িক সভা (Guild)

নৈম—অর্দ্ধ।

নৌবাটক—যুদ্ধের নৌকাশ্রেণী।

পারদ—পার্থিয়ান (Parthian) মনুসংহিতায় পারদ জাতির উল্লেখ আছে।

পু-আহিত—মিশরদেশীয় খোদিতলিপিসমূহে উল্লিখিত দেশের নাম।

পুরুষপুর = পরষাবর = পেষাবর = বর্ত্তমান পেশোয়ার।

পুলিন্দ—ইহার বর্ত্তমান অবস্থান অজ্ঞাত। অশোকের খোদিতলিপিতে অন্ধ্রজাতির সহিত পুলিন্দজাতির নামযুক্ত থাকায় পণ্ডিতগণ অনুমান করেন যে পুলিন্দজাতি দক্ষিণাপথবাসী ছিল।

ভাণ্ডাগারিক—ভাণ্ডারী

ভিক্ষু—বৌদ্ধ সন্ন্যাসী

ভিক্ষুণী—বৌদ্ধ সন্ন্যাসিনী

ভুক্তি—প্রদেশের অংশবিশেষ, সরকার (Division)

ভৃগুকচ্ছ = ভরুকচ্ছ = ভরোচ (Broach)

মণ্ডল—প্রদেশের অংশ, পরগণা

মৎস্য—পণ্ডিতগণ অনুমান করেন যে আধুনিক জয়পুর রাজ্যই মৎস্য দেশ।

মদ্রদেশ—পঞ্চনদের প্রদেশ বিশেষের প্রাচীন নাম।

মরু—যোধপুরের প্রাচীন নাম।