পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼ8 পীতাতঙ্কের প্রতিকার ওয়াকার যথাসাধ্য চেষ্টায় দুই হাতে পুনৰ্বার তাহার আততায়ীর গল। টিপিয়া ধরিল, এবং তাহার কণ্ঠনালীতে এরূপ বল প্রয়োগ করিল যে, চীনাম্যানটার দেহের সমস্ত রক্ত তাহার মুখমণ্ডলে সঞ্চিত হওয়ায় তাহার মুখ অতি ভীষণ ভাব ধারণ করিল। সে ওয়াকারের দৃঢ়মুষ্টি অপসারিত করিবার জন্ত যথাসাধ্য চেষ্টা করিয়াও কৃতকাৰ্য্য হইতে পারিল না। অবশেষে সে ওয়াকাবের চক্ষুর ভিতর অঙ্গুলি প্রবিষ্ট করিবার জন্য হাত বাড়াইলে ওসাকার তাহার টুটি না ছাডিয়৷ মুথব্যাদান করিল এবং তাহার উষ্ঠত হাত দাত দিয়া চাপিয়া ধরিয়া এরূপ জোরে চাপ দিল যে, চীনাম্যানটা ষন্ত্রণায় অধীর হইয়া আৰ্ত্তনাদ করিল । তাহার পর সে ওয়াকারের পদাঘাতে এরূপ বেগে মেঝের উপর নিক্ষিপ্ত চইল যে, সেই কক্ষের মেঝে ভূমিকম্পের মত কাপিয়া উঠিল । সেই সময় "ওয়াকার চক্ষুর নিমেষে উঠিয়া তাহার বুকের উপর লাফাইয়া পড়িল, এবং তাহার গলা দুই পায়ে চাপিয়া ধরিল ; তথাপি চীনাম্যানটা আর নড়িল না ; সে আড়ষ্ট দেহে চিৎ হইয়া পড়িয়া রহিল । তাহার অবস্থ। দেখিয়া ওয়াকার তাহার দেহের উপর হইতে নামিয়া পড়িল এবং তাহার দেহ পরীক্ষা করিয়া বুঝিতে পারিল তাহার মৃত্যু হইয়াছে ! t ওয়াকার চীনাম্যানটার আকস্মিক মৃত্যুতে ভীত হইয়া ক্ষণ বাল স্তম্ভিত ভাবে তাহর দেহের পাশ্বে দাড়াইয়া রহিল ; তখন তাহার দেহ অবসন্ন, নড়িবার শক্তি ছিল না। তাহার মাথা ঘুরিতেছিল । সে রুদ্ধ দ্বারের দিকে অগ্রসর হইল; কিন্তু দ্বারের নিকট উপস্থিত হইবার পূর্বেই ঘুরিয়া পড়িল, আর তাহার উঠিবার শক্তি হইল না । মুহূৰ্ত্তমধ্যে তাহার চেতনা বিলুপ্ত হইল । - ওয়াকার কতক্ষণ সেইভাবে সেখানে পড়িয়া ছিল, ত{হ ન জানিতে