পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> २२ পীতাতঙ্কের প্রতিকার হো-লির সাধ্বী পত্নী বিনীত ভাবে বলিল, “ন। প্রভু, ইহ। আমার বদখেয়াল নহে । শাদ আদমীদের একজন পদস্থ কৰ্ম্মচারী আপনার নিকট উপদেশ লইতে আসিয়াছে।” হো-লি ডি ডিকে চিনি •, এবং তাহার পদগৌরবও তাহার অজ্ঞাত ছিল না । তিনি ইচ্ছা করিলে তাহাকে বিপদে ফেলিতে পারেন এ সম্বন্ধে তাহার অভিজ্ঞতারও অভাব ছিল না । ডি ডি কি উদ্দেশ্যে তাহার সহিত দেখা করিতে আসিয়াছিলেন, ইহা সে সহজেই অনুমান করিতে পারিল । এজন্য সে অলিস্ত ত্যাগ করিয়া উঠিয়া বসিল, এবং দুই হাতে চক্ষু ডলিয়া বাহিরে আসিল । সে ডি ডিকে দেখিয়া বসিতে অনুরোধ করিল এবং অভিবাদনের জন্য উদরে হাত বুলাইয়া গন্তN স্বরে বলিল, “আপনি কি উদ্দেশুে আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছেন তাহা আমি পূৰ্ব্বেই জানিতে পারিয়াছি ; যদি এই সামা? বিষয়টি আমার অজ্ঞাত থাকিত তাহা হইলে তামার স্বজাতীয় লোকগুলি আমার ভবিষ্যদ্বাণীর উপর নির্ভর করিত না, এবং মহাজ্ঞানী বলিয়। আমার প্রতি সম্মান ও প্রদর্শন করিত না । কিন্তু বিনয়ই পণ্ডিত লোকের ভূষণ ; এইজন্য আমি মাত্মশ্লাঘা না করিয়া আপনাকে জানাইতেছি, আপনি ওয়াকার নামক র্তাবেদারটির সন্ধান জানিবার জন্তই আমার গৃহদ্বারে উপস্থিত হইয়াছেন । এমন কি, আমার নিদ্রাভঙ্গ করিভে ও কুণ্ঠ বোধ করেন নাই ; কিন্তু আমি ক্ষমাশীল এবং কখনও ক্রোধ করি না ; এজন্য আপনার ব্যবহারে আমি অসন্তুষ্ট হই নাই ।” ° ডি ডি তাহার কথা শুনিয়া বিন্দুমাত্র বিস্ময় প্রকাশ না করিয়া বলিলেন, “ই, তোমার অনুমান সত্য ; কিন্তু আমার মনের ভাব তুমি কিরূপে বুঝিলে তাহা ভাবিয়া আমি বিস্মিত হইয়াছি।”