পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ তরঙ্গ বিভীষিকার বিলোপ চীনামানদের স্থখ সমৃদ্ধি ৪ আয়ুকাল বৰ্দ্ধিত করিবার জন্য যাহার পূ জার্চনাদি অনুষ্ঠানের বিরাম নাই, ভবিষ্যতজ্ঞ বলিয়। চীনামানদের সমাজে যাহার খ্যাতি প্রতিপত্তির অন্ত ছিল না, সেই হো-লি বিপ্লবীদলের নেতাদের অস্তিত্ব বিলুপ্ত হইয়াছে,জানিতে পারিয়া গম্ভীব ভাবে মাথা নাড়িয়া বলিল, “হাই-আই-আই, হপ-সিং সম্প্রদায়ের পক্ষে ইহ। স্মরণীয় দিন । আমরা এই দিনটিকে হপ-সিংদলের পক্ষে মহ। আনন্দের দিন বলিয়াই মনে করিতেছি । আমরা নিরীহ লোক, এবং বিভীষিকাবাদী হো-মিং সম্প্রদায়ের তুলনায় এরূপ শান্ত প্রকৃতির লোক যে, সেই নরহস্ত বিপ্লবী গুলার সঙ্গে বিরোধ করিবার জন্য বিন্দুমাত্র, আগ্রহ প্রকাশ করিতে পারি নাই। তাহাদের দমনের জন্য পুলিশকে সাহায্য করিবার চেষ্টা করিলে তাহারা আমাদেরও হত্য করিতে কুষ্ঠিত হইত না ।” ওয়াকার হাসিয়া বলিল, “হা, হোলি, তোমায় এই উক্তি মূল্যবান ও সম্পূর্ণ সত্য বলিয়া স্বীকার করিতে আমার বিন্দুমাত্র আপত্তি নাই ; আমি অস্তরের সহিত ও কথার সমর্থন করি। আমি জানিতে পারিয়াছি হো-মিং নামক বিপ্লবীদলের চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করিয়া নিৰ্ব্বাসিত করিবার আদেশ হইয়াছে। বিভীষিকাবাদীদের আর মাথ৷ তুলিবার শক্তি নাই। পালের গোদাগুলা ধরা পড়িয়াছে।”