পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ.o পীতাতঙ্কের প্রতিকার প্রত্যেক বীজ চতুষ্কোণ কাপড়ের মোড়কের ভিতর সংরক্ষিত । উহাদের বর্ণ কাহারও দৃষ্টিগোচর না হয়, এই উদ্দেশ্বেই এইরূপ সতর্কতা অবলম্বিত হইয়াছে। আপনাদের প্রত্যেকেই এই থলি হইতে এক একটি বীজের মোড়ক তুলিয়া লইবেন, এবং অন্তের অজ্ঞাতসারে তাহা খুলিয়া পরীক্ষা করিবেন । যে সম্মানিত বন্ধু সৌভাগ্যক্রমে কালো বীজটি পাইবেন, তিনি সেই মোড়কের মধ্যেই তাহার কর্তব্য সম্বন্ধে উপদেশ ংরক্ষিত দেখিতে পাইবেন । সেই উপদেশ পাঠে তিনি জানিতে পরিবেন কথন আমার সহিত র্তাহাকে সাক্ষাৎ করিতে হইবে। এই কাৰ্য্য সম্পাদনের জন্য যে অর্থব্যয় হইবে, সেই অর্থ তিনি কোথা হইতে ংগ্ৰহ করিবেন—তাহাও জানিতে পারিবেন। এই প্রণালীতে কার্য্য করিলে হত্যাকারী কে, তাহ কেহই জানিতে পারিবে না। (the identity of the killer will remain unknown, ) or ভদ্রমহোদয়গণ, আপনারা একে একে নিজের ইচ্ছামত বীজের এক একটি মোড়ক তুলিয়া লউন ; তু-চিন্‌-কুই ( ভাগ্যদেবী ) আপনাদের প্রতি প্রসন্ন হউন ৷” - সমাগত আটজন সভ্যের ಆಡ್ತಡ್ಕ থলি হইতে বীজপূর্ণ এক একটি মোড়ক তুলিয়া লইল । সকলেই নিস্তব্ধ । তাহারা উপদেশ পাইয়াছিল বীজটির বর্ণ গোপনে পরীক্ষা করিrব, এবং সেই কালো বীজটি যাহার হস্তগত হইবে সে সেই সংবা এরূপ কৌশলে ডাক্তার লুর গোচর করিবে যে, অন্ত কোন সভ্য ভাগ জানিতে পরিবে না । সভাগণ বীক্ষ- , পূর্ণ মোড়কগুলি থলি হইতে ༣ [ཧྥེ་པཱ། লইলে সভাপতি সেই খালি থলিটি পকেটে লুকাইয়া রাখিল। চীন বিপ্লবীরা যে উদ্দেশ্যে এই বৈঠকে আহুত হইয়াছিল, এইভাবে তাহা সম্পন্ন হইল । । অতঃপর ডাক্তার লু বলিল, “আজ সায়ংকালে আমাদের যাহা