পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার byసా সে মুখে এ কথা বলিল বটে, কিন্তু বিভীষিকাবাদী नेदश्डाद नल ষে এইভাবে তাহাকে হত্যা করিতে কুষ্ঠিত হইবে না, এ বিষয়ে তাহার সন্দেহ রহিল না । ডাক্তার লু ওয়াকারের কথা শুনিয়া বলিল, “ঐ যে আমার সঙ্গী জোয়ানটিকে দেখিতে পাইতেছ, উহার নাম কোয়ান-হি । হোমিং সম্প্রদায়ের পক্ষ হইতে শত্রু নিৰ্য্যাতনের ভার উহারই হস্তে ন্যস্ত আছে । আমি তোমাকে উহার হস্তে অর্পণ করিলে উহার মন আনন্দে পূর্ণ হইবে। যন্ত্রণ দিয়া হত্যা করিতে উহার মত সুদক্ষ ব্যক্তি আমাদের দলে আর দ্বিতীয় কেহ নাই ।” ডাক্তার লুর কথা শুনিয়া সেই বিশালকায় জোয়ানট ওয়াকরের মুখের দিকে চাহিয়া দাত বাহির করিয়া বিকট মুখভঙ্গি করিল। ওয়াকার সেই কদাকার মুখের দিকে চাহিয়া ঘৃণাভরে মুখ ফিরাইল ; তাহা দেখিয়া কোয়ান-হি ডাক্ত:প্লকে বলিল, “ই, এ খুব সাচ্চ। কথা বলিয়াছ ডাক্তার! আমি একবার উহাকে হাতে পাইলে হত্যার কৌশলট বেশ ভাল করিয়াই দেখাইতে পারিব । আমার দক্ষতার পরিচয় পাইলে তুমি খুসি হইবে।” ডাক্তার লু ওয়াকরকে বলিল, “কোয়ান-হি সত্য কথাই বলিয়াছে । উক্তার দেহের শক্তি অসাধারণ, আমি উহাকে দুই হাতে লোহার মোটা গরাদে বাকাইয়া দুইখণ্ড করিয়া ভাঙ্গিতে দেখিয়াছি । চীনের উত্ত :াঞ্চলে উচ্চার বাসস্থান। লোকটি মঙ্গোলিয়ান । মঙ্গোলিয়ানরা শারীরিক ও মানসিক বলে পৃথিবীর সকল জাতি অপেক্ষ। শ্রেষ্ঠ । উহাদের সহিত পৃথিবীর অন্য কোন দেশের লোকের তুলনা হয় না।” ওয়াকার বলিল, “তোমার কথা সত্য হটতে ৪ পারে ; কিন্তু (আমার দেহেও বলের অভাব নাই। হয় ত আমি ঐ মঙ্গোলিয়ান