পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকা তদেগাত্রে সবিতা বভূব সবিতা সাক্ষাৎ ক্ষিতে তেজস ফত্তেসিংহ-গিরেী যশোদয়মগাচ্ছত্রাংস্তমোজালকম। দূরীকৃত্য চ পুণ্ডরীকনিচয়প্রাকাশ্যহেতে পুরা যস্মাদেব হি তন্নিবোধত বুধ জ্ঞাতং যথৈবেচ্যতে ॥ ৩ ॥ রাজশ্ৰীমানসিংহঃ ক্ষিতিপতিতিলকঃ শ্ৰীলদিল্লীশ্বরেণ যাবদ্বঙ্গীয়দুষ্টক্ষিতিপতিবিজয়ায়ৈব সংপ্রেষিতো যঃ । তৎসাহায্যং চিকীযুঃ স্বয়মিহ সবিত রায় এষ প্রতাপী পুত্রাভ্যাং বঙ্গমাগাৎ ত্রিভুবনজয়শীলৈশ্চ পোঁভ্রৈশ্চতুর্ভি; ॥৪ ॥ যুদ্ধে শ্ৰীসবিত স্ববন্ধুভিরলং দৃষ্টান ক্ষিতীশানরীন কোচাড়-কোচবিহার-দুর্জয়-খরগপূরাদি-দেশস্থিতান । আরূঢ়ঃ কবচী মরুজ্জরহয়ং চৰ্ম্মাসিমাত্রাশ্রয়ো জিত্বাসে সমতোষয়চ্চ নৃপতিং বিখ্যাপয়ন শুরতাম। ৫ ॥ ৩। সেই গোত্রে সবিতা (২) জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীতে সাক্ষাৎ হুর্য্যের ন্তায় তেজস্ব ছিলেন, এবং শত্ৰগণস্বরূপ তমোজাল দূর করিয়া পুণ্ডরাক কুলকে প্রকাশ করিবার জন্তই যেন ফত্তেসিংহস্বরূপ পৰ্ব্বতে উদিত হইয়াছিলেন (৩) । সেই কথা আমি বর্ণনা করিতেছি, পণ্ডিতগণ শ্রবণ করুন। ৪ । ক্ষিতিপতিতিলক রাজা মানসিংহ দিল্লীশ্বরকর্তৃক বঙ্গদেশের দুষ্ট নৃপতিগণের বিজয়ের জন্ত প্রেরিত হইয়াছিলেন। সেই সময়ে তাহার সাহায্য করিবার জন্ত প্রতাপবান সবিতা রায় দুই পুত্র ও ত্রিলোকজয়শীল চারি পৌত্রের সহিত বঙ্গদেশে আলিয়াছিলেন। (৪) ৫ । সবিতা রায় বায়ুবেগ অশ্বে আরোহণ করিয়া কবচ ধারণ করিয়া অসিচৰ্ম্মমাত্র আশ্রয়ে আপন বন্ধুগণ সহকারে কোচাড়, কোচবিহার, খরগপুর প্রভৃতি দেশের দুর্জয় দুষ্ট শত্র রাজগণকে জয় করিয়া আপনার বীরত্ব বিস্তার করিলেন ও রাজা মানসিংহের প্রীতি জন্মাইলেন । (৫)