পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমঃ পরিচ্ছেদঃ ALL কিং ক্রমে বনমালিনঃ পুরমহে স্বগোপমং ভূতলে যত্রাস্তে পরিতঃ সদেব পরিখাতুতেৰ ভাগীরথী ॥ ৮ ॥ রাজাদিরামাখ্যস্থতস্য হেতে। সর্বানুজস্তাপি স্বতস্য তদ্বৎ । রাজাদিরামাখ্যপুরং ক্ষিতীশস্তদ্বন্তবানন্দপুরঞ্চ চক্রে ॥ ৯ ॥ উমারায়পৌত্রে ক্ষিতাবোত্তকেয়ে হরিশ্চন্দ্রসংঙ্কে মৃতে দস্থ্যবাদাৎ । তদারভ্য সর্বে পৃথকস্থানবাসীস্তথাপি কচিক্সো বিভত্তীয়বাৰ্ত্ত ॥ ১০ ॥ স্বাভ্যামেব হি পুত্রাভ্যামুক্তরাখ্যো মহাশয়ঃ। আমুল্যানগরে বাসং চকারামিত্রদুর্গমে ॥ ১১ ॥ কল্যাণেন সহৈব চাথ জয়রামাখ্যোইবসৎ সুমুনা কল্যাণাখ্যপুরেইথ জম্বুনগরে শ্ৰীভীমরায়োহুবসৎ। ৮ । সন্তোষ মিজ পুত্রদের নামানুসারে রঘুনাথপুর, গোপালপুর ও মনেহরপুর স্থাপন করেন। আর বনমালিপুরের কথা কি বলিব ; ভাগীরথী তাহার পরিখাস্বরূপ হওয়ায় ঐ স্থান ভূতলে স্বর্গের সমান হইয়াছে। ৯ । রাজারাম নামক পুত্রের নামানুসারে রাজারামপুর ও কনিষ্ঠ পুত্রের নামে ভবানন্দপুর স্থাপিত হয় । - ১• । উমা রায়ের পৌত্র ও উত্তরের পুত্র হরিশ্চন্দ্রের দস্থ্যতাপরাধে মৃত্যু হইলে সকলে পৃথক্ স্থানে বাস করিতে আরম্ভ করেন। তথাপি কেহ তাহদিগকে পৃথক্ বলিয়া জানে নাই। ১১। উত্তর রায় মহাশয় পুত্রদ্বয়ের সহিত শক্রদুর্গম আমুল্য (আন্দুলিয়া) গ্রামে বাস করেন ।