পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 পুণ্ডরীককুলকীর্ভিপঞ্জিক। সমগ্র প্রদেশটা বিল ও খালে পরিপূর্ণ। আরওঁ পূৰ্ব্বকালে এই নিম্নভূমির বিস্তার আরও অধিক ছিল। দ্বারক ও ময়ূরাক্ষীর আনীত মৃত্তিকায় বৎসর বৎসর পূরিয়া উঠিতেছে। চাঁদ সদাগরের নৌকা উত্তরবর্তী পাটনের বিল বাহিয়া নবদুর্গা গোলাহাটের পাশ দিয়া গিয়াছিল, এইরূপ জনশ্রুতি আছে । সে সময়ে এই নিম্নভূমি আরও নিম্ন ও আরও বিস্তীর্ণ ছিল সন্দেহ নাই । ফতেসিংহ পরগণার উত্তর প্রাস্তবত্তী গোকৰ্ণ থানার অন্তর্গত রাঙ্গামাটি গ্রাম সম্প্রতি প্রত্নবিৎ পণ্ডিতদিগের নিকটু প্রসিদ্ধি লাভ করিয়াছে। রাঙ্গামাটি গ্রাম কান্দি হইতে উত্তরপশ্চিমে সাত ক্রোশ দূরে বহরমপুরের কিছু দক্ষিণে গঙ্গার পশ্চিমতীরে উচ্চ রক্তবর্ণ ভূমির উপর অবস্থিত । এই রক্তবর্ণ মৃত্তিক বীরভূমির লাল মাটির পূৰ্ব্বসীমান্ত বলিয়া গ্রহণ করা যাইতে পারে। বাঙ্গালার ডেলটা বা ব দ্বীপের পশ্চিম সীমায় এই লাল মাটি । ছোটনাগপুরের পাহাড় মধ্যে বিদ্যমান লোহার স্পশে মৃত্তিকার বর্ণ এইরূপ ; দ্বারক। প্রভৃতি রাঢ়ের নদীর জলও এই কারণে রক্তবর্ণ। রাঙ্গামাটি গ্রামে প্রাচীনকালে সমৃদ্ধ রাজধানী ছিল এইরূপ স্থানীয় জনশ্রুতি । প্রাচীন অট্টালিকাদির অবশেষ অদ্যাপি বৰ্ত্তমান আছে। রাজবাড়ী, রাক্ষসীডাঙ্গ প্রভৃতি স্থান প্রাচীন স্মৃতির পরিচায়ক । জনশ্রুতি লঙ্কার বিভীষণ আসিয়া সুবর্ণ বৃষ্টি করিয়াছিলেন, তদবধি ভূমির বর্ণ লাল। কৃষকেরা মাঝে মাঝে প্রাচীন মুদ্রাদি পাইয়া থাকে। রাঙ্গামাটির প্রাচীন তত্ত্ব লেয়ার্ড, বেবারিজ প্রভৃতি ইংরাজের সংগ্ৰহ করিয়াছেন। হণ্টারের Statistical Accountsএর অন্তর্গত মুর্শিদাবাদের বিবরণ মধ্যে তৎকালসংগৃহীত সংবাদ লিপিবদ্ধ আছে। মুর্শিদাবাদের ভূতপূৰ্ব্ব ডিষ্ট্রিক্ট জজ ঐতিহাসিক বেবারিজ সাহেবের অনুমান মতে রাঙ্গামাটি প্রাচীন কর্ণসুবর্ণরাজ্যের রাজধানী। খৃষ্টীয় সপ্তম শতাব্দীতে চীন পরিব্রাজক হুয়েং চাং এই রাজধানীতে উপস্থিত হইয়াছিলেন । সেই সময়ে রত্নাবলীপ্রণেতা হর্ষবৰ্দ্ধন আৰ্য্যাবৰ্ত্তের সম্রাট্র ছিলেন । তিনি কর্ণসুবর্ণের অধিপতি শশাঙ্ক নরেন্দ্র গুপ্তকে পরাস্ত করিয়াছিলেন । নরেন্দ্র গুপ্ত বাণভট্ট প্রণীত হর্ষচরিতে গৌড়েশ্বর বলিয়া অভিহিত হইয়াছেন। এই গৌড়েশ্বর বৌদ্ধবিদ্বেষী ছিলেন। ইনি হর্ষের জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ রাজ্যবৰ্দ্ধনকে নিমন্ত্রণ করিয়া আনিয়া হত্য করেন । এই হত্যাকাণ্ডের কথা ও তাহার প্রতিশোধার্থ হর্ষবৰ্দ্ধনের গৌড়দেশ