পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

પછન পুণ্ডরীককুলৰাষ্ট্ৰপঞ্জিকা মহলী পরগণার কিয়দংশ অধিকার করিয় পুত্রের নামান্থসারে উদয়চন্দ্রপুর গ্রাম স্থাপন করেন। পুওরাককুলকীৰ্ত্তিপঞ্জিকার রচনার সময় উদয়চঞ্জ বর্তমান ছিলেন, তখনও তাছার পুত্রাদি জন্মে নাই । , * কল্যাণপুৱবাসী জয়রামের দুই পুত্ৰ মদন ও কল্যাণ। মদনের পুত্র মাণিকচন্দ্র ও গোকুলচন্দ্র । গোকুলচন্দ্রের পুত্র ঘনশুমে, মহাদেব ও ভগবতীচরণ । BBBB DD BBB BB BB S DBBBBBBB BDDD BB BDDB রায়ের নাম দেখা যায় । ঘনামের পুত্র জগৎ, কালু, বেণী ও কৃষ্ণরাম। ইহারা অত্যন্ত দুৰ্বত্ত ছিলেন । ই ছাদের সময়ে সভাসিংহের বিদ্রোহ ঘটে। সভাসিংহ স্বয়ং মুর্শিদাবাদ পৰ্য্যন্ত আসেন নাই । তাহার অপমৃত্যুর পর তদীয় দলপতি রহিম শাহ মুর্শিদাবাদ লুঠ করিতে আসেন । জগৎ প্রভৃতি র্তাহার দলে যোগ দিয়া লুঠপাট আরম্ভ করিয়াছিলেন। রাজদ্রোহে যোগ দেওয়ার ফলে তাহার मन्त्रङि झ्हेरठ व्ठे झरब्रन । সভাসিংহের বিদ্রোহের কাল ইংরাজী ১৬৯৫ । পর বৎসর বিদ্রোহীর মুর্শিদাবাদ আক্রমণ করে । তদবধি দুই বৎসর কাল বিদ্রোহীর বাঙ্গালারদক্ষিণপশ্চিমাংশ দখলে রথয়াছিল। ১৬৯৮ সুলতান আজিমউসশান দিল্লী হইতে ঔরংজেব বাদশাহ কর্তৃক প্রেরিত হইয়া বিদ্রোহ দমন করেন । সবিতা রায়ের জমিদার প্রাপ্তির প্রায় শত বৎসর পরেই এই ঘটনা। পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকায় জগৎ কালু প্রভৃতির পুত্রাদির নাম নাই। সম্ভবতঃ এই পঞ্জিক। এই বিদ্রোহ ঘটনার কয়েক বৎসর পরেই লিথিত । - জয়রামের দ্বিতীয় পুত্র কল্যাণের পাঁচ পুত্র ; চাদ, অভিরাম, গন্ধৰ্ব্ব, অৰ্জুন, প্রতাপ । ইহাদেরও সস্তানাদির নাম নাই । উত্তমের বংশে কামদেব, প্রসাদ ও হরিশ্চন্দ্রের পুত্রাদির উল্লেখ নাই । বলরামের পুত্র কেশব, নরসিংহ ও রূপ। কেশবের পুত্র তারাচক্সের নাম &হরিশ্চন্দ্র হবের পুথিতে উল্লিখিত হইয়াছে। রাম রায়ের পুত্র বিক্রম ও ভীমের পুত্ৰ সত্তোৰ বুয়ের নাম সবিতার বংশে বিখ্যাত। সত্তোর রায় অনেক ব্রাহ্মণকে ভূমি দান করিয়াছিলেন। ১২•৮ সালের মাখেরাজের