পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ०२ পুরু-বিক্রম নাটক । পুরু। ( ঐ লবিলার হস্ত ঠেলিয়া ফেলিয়া ) মায়াবিনি! আমা৯ে ম্পশ করি নে। { পুরুর বেগে প্রস্থান।) ঐ লবিলা। “মায়াবিনা আমাকে স্পর্শ করিস নে!” এই নিদাৰুণ বাক্য পুর রাজীব মুখ থেকে কেন আমায় শুনতে হ’ল ! এর অর্থ কি ? আমি তো কিছুই বুঝতে পাচ্চিনে, ও কথা আমাকে তিনি কেন বল্লেন ? আমি ঠাব কাছে কি অপবাধ কবেছি ? তিনি কি উন্মাদ হয়েছেন ? না—তিনি তো বেশ জ্ঞানের সহিত সেকন্দবসার সঙ্গে কথা কছিলেন। তবে কি সত্যই আমি কোন অপরাধ কবেছি ? আমি যে হৃদয় মন প্রাণ সকলি তাকে সমর্পণ করেছি ;—যার অদর্শনে আমি ক্ষণমাত্র ও জীবন ধারণ কক্তে পারিনে,—যার সুখে আমার সুখ,— যার দুঃখে আমার দুঃখ,--আমি জেনে শুনে কি তার কোন অপরাপ করব ? এ কি কখন সম্ভব ? না—আমি তার কোন অপরাধ করিনে। তবে আমি যে তাকে বলেছিলেম যে, তক্ষশীলের সৈন্তগণকে উত্তেজিত করে দিয়েই তার সঙ্গে সাক্ষাৎ করব, সেই কথা রাখতে পারিনি বলেই কি তিনি আমার উপর রাগ করেছেন ? উদাসিনীর হাত দিয়ে তাকে যে পত্ৰখানি পাঠিয়ে দিয়েছিলেম, তবে কি তা তিনি পানি ? আমি যে তক্ষশীলব বন্দি হয়েছিলেম, তা কি তিনি তবে জানতে পারেন নি ? হায়! প্রথমে যেমন আমার আনন্দ হয়েছিল, 4-- (, )नि १ि१॥ 8aश् ि! ।। ६ां,--श्रt१ १द१tन ,प्छे। दृ८१