পাতা:পুরু-বিক্রম নাটক.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অঙ্ক | > > ○ উদাসিনী গায়িকার প্রবেশ । পুরু। এ আবার কে ? এরও যে উদাসিনীর বেশ দেখছি। উদাসিনী। (ঐলবিলার প্রতি) এই যে রাজকুমারী দেখুছি কারাগার হতে মুক্ত হয়ে এসেছেন। তবে এ পত্র পুকরাজকে দেবার বোধ করি আর কোন প্রয়োজন নেই। আমি তার শিবিরে গিয়েছিলেম, কিন্তু সেখানে তাকে দেখতে পেলেম না। গুম্‌লেম তিনি এইখানে আছেন। কিন্তু আমি তো তাকে চিনিনে। পুক । ( উদাসিনীর প্রতি) এই যে আমি এখানে আছি, কি পত্র এনেছ আমাকে দে ও । উদাসিনী । আপনি মহারাজ পুক ? আপনি যবনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ?—আশীৰ্ব্বাদ কবি আপনি চিরজীবী হউন । এই পত্র নিন, ( ঐলবিলাব প্রতি ) লাজকুমারি । এখানকার কার্য্য আমার হয়ে গেল। (পুরুকে পত্র প্রদান ) আমি চল্লেম। শুনচি যবনগণ গঙ্গাকূলবৰ্ত্তী-দেশ সকল জয় কববার জন্য যাত্রা কচ্চে। যাই,—আমি তাদের আগে গিয়ে রাজা নন্দকে সতর্ক করে দিয়ে আসি ; রাজকুমাবি ! আমি বিদায় হলেম । ( “জয় ভারতের জয"—গান কবিতে কবিতে উদাসিনীব প্রস্থান । ) পুব । ( পত্র পাঠ ) পত্র । পুরুরাজ ! তক্ষশীলের শিবিরে আমি বন্দি হনেছি। আপনাব

) כ'
  • .