পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম খণ্ড । বিবিধ । ১২১ স্বানবিধি । o অক্সাত্মা নাচরেৎ কৰ্ম্ম জপহোমাদি কিঞ্চন । লালাস্বেদসমাকীর্ণঃ শয়নাদুখিতঃ পুমান ॥ অত্যন্তমলিনঃ কায়ে নবচ্ছিদ্রসমম্বিতঃ । অবত্যেব দিবারাত্ৰং প্রাতঃস্নানং বিশোধনমূ ॥ " অস্বাত অবস্থায় জপ, পুজা, হোমাদি কোন কৰ্ম্মই করিবে না। নবচ্ছিদ্র সমম্বিত মালিন্তসমাকীর্ণ দৈহে কোন না কোন প্রকারে মল রক্ষিত হয়, অতএব শয্যা হইতে উঠিয়া স্বান করিয়া পুজা করিবে। মাস্ত্ৰং ভেীমং তথাগ্নেয়ং বায়ব্যং দিব্যমেব চ।. বারুণং মানসঞ্চৈব সপ্তস্নানং প্রকীৰ্ত্তিতম্ ॥ মাস্ত্র, ভৌম, আগ্নেয়, বায়ব্য, দিব্য, বারুণ ও মানস এই সপ্তবিধ স্বান । ইহার যে কোন প্রকার স্বান করিলেই মানব শুদ্ধিলাভ করিতে পারে, কিন্তু বারুণ ও মাস্ত্র স্বানই প্রশস্ত । আপো হি ঠা ইত্যাদি মন্ত্রপাঠপূৰ্ব্বক মার্জনকে মাস্ত্র স্নান, সৰ্ব্বাঙ্গে স্মৃত্তিকালেপন করিলে ভৌম স্নান, হোমান্ত্রির বা গোময়ভন্ম অঙ্গে লেপন করিলে আগ্নেয় স্নান, গোপদরজঃপ্রবহমান বায়ুতে শরীর শীতল হওয়া পৰ্য্যন্ত রক্ষা করিলে বায়ব্য স্নান, স্বল্পবৃষ্টিতে দেহ আৰ্দ্ৰ করিলে দিব্য স্নান, জলে অবগাহন করার নাম বারুণ স্নান এবং বিষ্ণুচিস্তনদ্বারা মানস স্নান হইয়া থাকে । অবগাহন-মানপদ্ধতি । নাভিসম জলে স্রোতের দিকে মুখ করিয়া, আর স্রোতোহীনজলে স্থৰ্য্যের দিকে মুখ করিয়া, হস্তদ্বারা চক্ষুকৰ্ণাদি আচ্ছাদন করতঃ ডুব দিয়া.নিম্নলিখিত মন্ত্রাদি পাঠপূর্বক পুনরায় ডুব দিবে। অষ্ঠের উৎসর্গ করা জলাশয়ে স্নান করিতে হইলে নিম্নোক্তযু পাঠ করিয়া তিন বা পাঁচ তলা মাটি তুলিয়া তীরে নিক্ষেপ করিবে । মন্ত্র যথা— ওঁ উক্তিষ্ঠোত্তিষ্ঠ পঙ্ক ত্বং ত্যজ পুণ্যং পরস্ত চ । পাপানি বিলয়ং যাস্তু শান্তিং দেহি সদা মম | স্নান-মন্ত্র–আচমন করিয়া হাতযোড় করিয়া পাঠ করিবুে ওঁ কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাসপুষ্করাণি চ । তীর্থান্তেতানি পুণ্যানি স্বানকালে ভবত্ত্বিহ। অনস্তর নিম্নলিখিত মন্ত্রৈ সংকল্প করিবে,— . . ." বিষ্ণুরো তৎসমাপ্ত (জীলোক বা শূদ্র হইলে, “বিষ্ণুর্ণমোছগু” বলিবে)