পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 & а পুরোহিত-দর্পণ । - ১ম খণ্ড । _ _ _ _ রাহুর ধ্যান-ওঁ রাহুং মলয়জং শূদ্রং পৈঠিনং দ্বাদশাজুলম্। কৃষ্ণং কৃষ্ণস্বরং সিংহাসনং ধ্যাম্বা তথাহুবয়েৎ । চতুৰ্ব্বাহুং খড়গবরশূলচৰ্ম্মকরং তথা । কালাধিদৈবং সূর্য্যাস্তং সর্পপ্রত্যধিদৈবতম্ ॥ প্রণাষ—ওঁ অৰ্দ্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত বিমৰ্দ্দকম্।~ সিংহিকায়াঃ সুতং রৌদ্রং তং রাহুং প্ৰণমাম্যহম্ ॥ মন্ত্র—ওঁ ঐং হ্ৰীং রাহবে । উৰ্দ্ধপাণি ও শৈলমালায় জপ । জপের সংখ্যা বারহাজার। হোম বারশত । তর্পণ একশত কুড়ি । অভিষেক বার । ব্রাহ্মণভোজন দুই ও ব্রহ্মভোজন এক । হোমে—মহাতেজ নামক অগ্নি, দুৰ্ব্বা সমিধ, । পদ্মকাষ্ঠ, গুড়ত্বকৃ ধূপ ৷ পূজাদ্রব্য—কৃষ্ণবস্ত্র ও পুষ্পাদি । অধিদেবতা কাল, প্রত্যধিদেবতা সপ । দক্ষিণ লৌহখড়গ । দান –তীক্ষুখড়গ, পট্টবস্ত্র, চারিসের তিনছটাক ওজনের লৌহ এবং চন্দন । কেতুর ধ্যান—ওঁ কৌশদ্বীপং কেতুগণং জৈমিনীয়ং ষড়জুল । ধুম্রং গৃধ্ৰুগতং শূদ্রমাহবয়েৎ বিকৃতাননম্। স্বৰ্য্যাস্তং ধুমবসনং বরদং গদিনং তথা চিত্রগুপ্তাধিদৈবঞ্চ ব্ৰহ্মপ্রত্যধিদৈবতম্। প্ৰণাম-ওঁ পলালধূমসঙ্কাশং তারাগ্রহবিমৰ্দ্দকম্। রৌদ্রং রুদ্রাত্মকং ক্র রং তং কেতুং প্ৰণমাম্যহম্ ॥ অধঃপাণি ও শৈলমালাতে জপ । জপের সংখ্যা বারহাজার । হোম বার শত । তৰ্পণ একশত কুড়ি । অভিষেক বার। ব্রাহ্মণভোজন দুই, চণ্ডাল ভোজন এক । হোমে—-হুতাশন নামক অগ্নি, কুশ সমিধ, । রক্তচন্দন, শ্বেতচন্দন, কুঙ্কুম, সরলকাষ্ঠ, অগুরু, মৃগনাতি, পদ্মকাষ্ঠ এই সমুদয় মিশ্রিত গুড়ত্বকু ৰূপ । পূজাদ্রব্য –ধুম্রবর্ণের পুষ্প ও বস্ত্রাদি । চিত্রগুপ্ত অধিদেবতা, প্রত্যধিদেবতা ব্ৰহ্মা । দক্ষিণা ছাগ। দান—কৃষ্ণবর্ণ বস্ত্র, ছাগ, চন্দন ও লৌহ । অশক্তপক্ষে সমস্ত কার্য্যেই দক্ষিণা ও দানদ্রব্যাদির মূল্য দেওয়া যাইতে পারে। গ্রহের দানদ্রব্য ও দক্ষিণ গ্রহবিপ্রকে দিবে, অন্যথা নিষ্ফল হয় এবং যে ব্রাহ্মণ লোভবশতঃ উহ, গ্রহণ করে, সে পতিত হয়। ● ত্ৰিপুষ্কর-শাস্তি । পুনৰ্ব্বমুক্তরাষাঢ়া কৃত্তিকোত্তরফাল্গুনী । পূৰ্ব্বভাদ্রবিশাখা চ রুবিভৌমশনৈশ্চরাঃ। দ্বিতীয় সপ্তমী চৈব দ্বাদশী তিথিরেব চ। এতেষামেব যোগে তু