পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>br8 পুরোহিত-দর্পণ । ૨ઃ યહ ! আশ্বিনে পৌর্ণমাস্তান্তু চরেৎ জাগরণং নিশি ॥ ইক্তি লিঙ্গপুরাণম্। অশ্বিনের পৌর্ণমালী নিশিতে জাগরণ করিবে । স্মাৰ্ত্ত ভট্টাচাৰ্য্য মহাশয় এই স্থলে এরূপ ব্যাখ্যা করেন, যেদিনে প্রদোষ ও নিশীথ সময়-ব্যাপিনী তিথি প্রাপ্ত হইবে, সেই দিনেই কোজাগর-কৃত্য হইবে, যদি পূর্বদিনে নিশীথ সময়ে ও পরদিনে প্রদেণযে উক্ত তিথি প্রাপ্ত হয়, তবে পরদিনে তৎকৃত্য হইবে। আর যদি পূৰ্ব্বদিনে নিশীথকালে উক্ত তিথি হয় ও পরদিন প্রদোষ সময়ে উত্তর তিথিপাত না হয়, তাহা হইলে নিশীথবfাপিনী তিথিতে--অর্থাৎ পূৰ্ব্বদিনেই কোজাগর-কৃত্য করবে। * নিশীথে বরদা লক্ষ্মীঃ কো জাগৰ্ত্তি মহীতলে । জগৎ প্রক্রমতে তস্তাং লোকচেষ্টাবলোকিনী ॥ তথা—নারিকেলোদকং পীত্ব অক্ষৈপ্তর্জাগরণং নিশি । তস্মৈ বিত্তং প্রযচ্ছামি কে জাগত্তি মহীতলে ॥ ইতি লিঙ্গপুরাণম্। আশ্বিনমাসের পূর্ণিমানিশীথে লক্ষ্মী রবদাত্রী হুইয়া জগতে বিচরণ করিয়া দেখেন—কে নারিকেল জল পান করিয়া জাগরণপূর্বক অক্ষত্রীড়া করিতেছে ও তাহার জন্য চেষ্টা করিতেছে । এবং তিনি এই বাক্য বলেন যে, “অন্থ রাত্রিতে যে ব্যক্তি জাগরিত হইয়া অক্ষত্ৰীড়াদি কবিবে, তাহাকে আমি বিত্ত প্রদান করিব।” অতএব এই দিনে ভক্তিপূর্ণহৃদয়ে লক্ষ্মীর পূজা করিতে হয় এবং রাত্রিতে নারিকেল ও চিপিটকদ্বারা পিতৃগণের ও দেবগণের অৰ্চনা করিবে। অতঃপর বন্ধুগণকে উহা ভক্ষণ করাইয়া নিজে ভক্ষণ করিবে । প্রমাণ যথা— নারিকেলৈশ্চিপিটকৈঃ পিতন দেবান সমৰ্চয়েৎ । বন্ধুংশ্চ প্রণয়েত্তেন স্বয়ং তদশনো ভবেৎ । নারিকেল জল ও চিপিটক স্বারা পিতৃগণ ও দেবগণের অর্চনা করিবে ; এবং নারিকেল জ্বল ও চিপিটক বন্ধুগণকে ভোজন করাইয়া নিজে তাহা তোঞ্জন করিত্বে ।

  • কোজাগর-পৃদ্ধতি ।

স্বস্তিবাচনাদি করিয়া ( রাসযাত্রা পদ্ধতি দেখ ) সঙ্কল্প করিবে । ও তৎলান্ত আধিনে মাসি শুক্লে পক্ষে পৌর্ণমাস্তাস্তিখে অমুকগোত্র শ্রীঅমুকদেবশৰ্ম্ম শ্ৰীলক্ষীদেৱ্যাঃ