পাতা:পুরোহিত-দর্পণ.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ পুরোহিত-দর্পণ । ’ ২য় খণ্ড । অতঃপর সামান্তাধ্যাদি স্থাপন করিয়া গণেশ, শিবাদি পঞ্চদেবতা, আদিত্যাদি নবগ্রহ, ইন্দ্রাদি দশদিকপাল প্রভৃতি দেবতাগণের পূজা সমাপ্ত করিয়া মাতৃকান্তাস, তদনন্তর “ক্লং” এই মন্ত্রদ্বারা প্রাণায়াম করিয়া ভূতশুদ্ধি করিবে, তদনন্তর ঋষ্যাদিন্যাস করিবে। যথা— • অস্য শ্ৰীকৃষ্ণমন্ত্রস্য নারদগুষিৰ্ব্বিরাট ছন্দঃ শ্ৰীকৃষ্ণো দেবতা ক্লং বীজং স্বাহা শক্তিঃ দুর্গাদেবী কীলকং পুরুষাৰ্থ-সিদ্ধয়ে বিনিয়োগঃ । শিরসি নারদঋষয়ে নমঃ, মুখে বিবাট ছন্দসে নমঃ, হৃদি রাধাকৃষ্ণাভ্যাং নমঃ, গুহে ক্লীং বীজায় নমঃ, পাদয়োঃ স্বাহী শক্তয়ে নমঃ, সৰ্ব্বাঙ্গে মন্ত্রাধিষ্ঠাত্র্যৈ দুর্গায়ৈ নমঃ । অতঃপর অঙ্গন্যাস করিবে, যথা-ওঁ ক্লাং হৃদয়ায় মম; ওঁ ক্লীং শিরলে স্বাহা, ওঁ ক্ল,ং শিখায়ৈ বযটু, ওঁ ক্লৈং কবচার হুং, ওঁ ক্লেীং নেত্রাভ্যাং বেষট, ওঁ ক্লঃ অস্ত্রায় ফট । —এইরূপ করন্যাস করিবে, যথা ওঁ ক্লাং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, ওঁ ক্লং তর্জনীভ্যাং স্বাহা, ওঁ কুং মধামাভ্যাং বষট, ওঁ ক্লৈং অনামিকাত্যং হুং, ওঁ ক্লেং কনিষ্ঠাভ্যাং বৌমট, ওঁ ক্লঃ অস্ত্রায় ফট । অনন্তর “ক্লীং” এই বীজমন্ত্রদ্বারা সপ্তবার ব্যাপকন্যাস করিয়া কুৰ্ম্মযুদ্রাকরণানন্তর তন্মধ্যে পুষ্প লইয়া শ্ৰীকৃষ্ণের প্যান করিবে । ধ্যান যথা— ওঁ স্মরেৎ বৃন্দাবনে রম্যে মোহয়স্তমনাৰ্বতম্। গোবিন্দং পুণ্ডরীকাক্ষং গোপকন্যাঃ সহস্রশঃ আত্মনে বদনাস্তোজে প্রেরিতাক্ষি-মধুব্রতাঃ । পীড়িতং কামবাণেন চিরমাশ্লেষণোৎসুকা ॥ মুক্তাহারলসৎ-পীন-তুঙ্গস্তনভরানতঃ এ-স্তধৰ্ম্মিল্পবসনা মদম্বলিতভাষণা; দস্তপঙক্তিপ্রভোস্তাসি-পুষ্পমালাগলাপিতাঃ । বিলোভয়ন্তীবিবিধৈর্ভাবৈর্ভাবগতীরিতৈঃ ॥ । এই ধ্যান করিয়া পুষ্পটি নিজমস্তকে প্রদান করতঃ মানসপূজা করিবে । অর্থাৎ নয়ন মুদ্রিত করিয়া ভাবনা করিবে,—ধ্যান-বৰ্ণনীয় রূপবিশিষ্ট স্বয়ং ভগবান শ্ৰীকৃষ্ণদেব আবিভূত হইয়া পূজাদি গ্রহণ করিতেছেন । তৎপরে বিশ্লেষার্ধ্য স্থাপন করিবে। যথা--স্ববামে ত্রিকোণ মণ্ডল করিয়া তদূগর্ভে খ্রীং এই বীজ লিখিয়া “ওঁ আধারশক্তয়ে নমঃ, ওঁ কুৰ্ম্মায় নমঃ, ওঁ পৃধিব্যৈ নমঃ" এই মন্ত্রে পূজা করিয়া “ওঁ ফট্‌” এই মন্ত্র পাঠ পূৰ্ব্বক অধ্যপত্রিজলদ্বারা শঙ্খ প্রক্ষালন করিয়া ত্রিপদিকাসহ ত্রিকোণ করিয়া মণ্ডলের উপর স্থাপন করিবে— * * -