পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సేeiూ পুরোহিত-দৰ্পণ । ২য় খণ্ড । হরিচন্দনায়, কৃষ্ণায়, বাসুদেবায়, নদীয়, নারায়ণায়, যদুশ্রেষ্ঠায়, লিঞ্চবে, অস্থরাপ্তায়, ভূতারহারিণে, শঙ্খায়, চক্রায়, গদায়ৈ, পদ্মায়, লক্ষ্মৈা, মহালক্ষ্মৈা, সরস্বত্যৈ, ব্ৰহ্মণে, বনমালায়ৈ, অনন্তায়ৈ, রাধায়ৈ, বিনতায়ৈ, ব্যাসায়, পরাশরায়, বশিষ্ঠায়, যমুনায়ৈ, হনুমতে . গরুড়ায়, পদ্মাসনায়।” ইহাদের আদিতে প্রণব (ওঁ) ও অন্তে নমঃ যোগ করিয়া পূজা করিবে। পরে বন্দনা করিবে । মন্ত্র যথা,— Ç “ওঁ অনন্তং বামনং সৌরিং কামদং পুরুষোত্তমম্। বাসুদেবং হৃষীকেশং নৃসিংহং দৈত্যসূদনম্। দামোদরং পদ্মনাভং কেশবং গরুড়ধ্বজম্। গোবিন্দমব্যয়ং বিশ্বমনন্তমপরাজিতম ৷ অধোক্ষজং জগদ্বীজং স্বর্গস্থিত্যন্তকারিণম্। অনাদিনিধনং দেবং ত্রিলোকেশং ত্রিবিক্রম । নারায়ণং চতুৰ্ব্বাহুং শঙ্খচক্ৰগদাধরমূ। পীতাম্বরধরং নিত্যং বনমালাবিভূষিতম্। শ্ৰীবৎসাঙ্কং জগন্নেত্ৰং শ্রীধরং শ্ৰীপতিং হরিম্ । প্রপদ্যেহহং মহাদেবং সৰ্ব্বকামবিগুদ্ধয়ে ॥ ইতি সংস্মৃত্য তং দেবং তুষ্ট্যা চ শ্রদ্ধয়াম্বিত: । প্রতো ভবেত্তদা তস্মৈ দেবো নারায়ণো বিভূঃ ॥ ওঁ দেবদেব জগন্নাথ সহজানন্দ নিৰ্ম্মল। সংসারসাগরে . ময়ং ত্রাহি মাং পরমেশ্বর ৷ নানাসন্তাপসন্তপ্তং শুভদৃষ্ট্যামৃতেন মাম্। সন্তপয় তৃণং শুষ্কং যথা মেঘো নমোহন্তু তে ॥" তৎপরে যথাশক্তি জপ করিয়া “গুহাতি" মন্ত্ৰে ( ৪৪ পৃঃ দেখ) জপ সমর্পণ করিবে । তারপর স্বশাখোক্ত বিধান অকুসারে বহ্নিস্থাপন কুশণ্ডিকা করিয়া ঘূতাক্ত দুৰ্ব্বা হোম করিবে। পরে নানাবাদ্যসহকারে অধিবাসের চন্দন আনয়ন করিয়া নিম্নলিখিত মন্ত্র পাঠ করতঃ দেবতার গাত্রে তাহা লেপিয়া দিবে । মন্ত্র যথা—

  • ওঁ গন্ধদ্বারাং দুরাধৰ্ষাং নিত্যপুস্তাং করীষিণীম্। ঈশ্বরীং সৰ্ব্বভূতানাং ত্বামিহোপ হয়ে শ্রিয়ম্ ॥

পরে চামরাদিদ্বারা ভগবানকে ব্যজন করিয়া পুনরায় যথাশক্তি পুজাপূর্বক দক্ষিণ দান করতঃ অচ্ছিত্রাবধারণ ও বৈগুণ্য প্রশমন করিয়া, শাস্তি আশীৰ্ব্বাদ করিবে ।