পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8ー পুরোহিত-দপণ। 는 8) সময় বিসর্জন করিবে । যথা,—ঈশানকোণে ত্রিকোণ মণ্ডল করিয়া সংহার মুদ্রা দ্বারা দেবতাকে আপন হৃদয়ে সংস্থাপন করতঃ "সরস্বতি ক্ষমস্ব" এই মন্ত্র পাঠপূৰ্ব্বক নিৰ্ম্মাল্যপুষ্প হইতে একটী পুষ্প গ্রহণ করিয়া পূৰ্ব্বাঙ্কিত মণ্ডলোপরি পুষ্পট রাখিয়া—“এতৎ পাদ্যং” ওঁ নিৰ্ম্মাল্যবাসিন্যৈ নমঃ” এই ক্রমে পাদ্যাদি উচ্ছিষ্ট নৈবেদ্য দ্বারা পূজা সমাপন করিবে । অনন্তর অচ্ছিদ্রাবধারণ ও বৈগুণ্যসমাধান করিবে । পঞ্চমী ব্ৰত । শুদ্ধকালে মাখমাসের পঞ্চমীতে নারীগণ এই ব্রত তারত্ত করিয়া ষড়বর্ষ পর্য্যন্ত আচরণ করতঃ প্রতিষ্ঠা করিবে । এই ব্রতের পূর্বদিন সংযম করিয়া তৎপরদিবস ব্ৰতাচরণ করবে। প্রথম দুই বৎসর অলবণ, পরে দুই বৎসর হবিন্যান্ন ভোজন, তৎপরে এক বৎসর ফলভোজন ও এক বৎসর উপবাস করিয়া প্রতিষ্ঠাচরণ করিবে । যথা- - পূজাবিধি —প্রথমে স্বস্তিবাচন করিয়া সঙ্কল্প করিবে । যথা— অদ্যেত্যাদি মাঘে মাসি শুক্লে পক্ষে পঞ্চম্যাস্তিথাবারভ্য বড় বর্ষ-পৰ্য্যন্তং অমুকগোত্রা শ্ৰীঅমুকদেবী পুত্রপৌত্রাবৈধব্যবিপুল-ধনধান্যাদি-লাভ-পূর্বক-বিষ্ণুলোক প্রাপ্তিকামা প্রতিমাসীয়-শুক্লপঞ্চম্যাং গণপত্যাদিনানাদেবতা—পূজাপূর্বকলক্ষী নারায়ণপুজনকথাশ্রবণরূপপঞ্চমীব্রতমহং করিষ্যে। অনন্তর সঙ্কল্পের স্বজ্ঞাদি পাঠ, অঙ্গন্তাস, করন্যাস, ভূতশুদ্ধি প্রভৃতি করিয়া গণেশ, শিবাদিপঞ্চদেবতা, আদিত্যাদিনবগ্রহ, ইন্দ্রাদিদশদিকৃপাল প্রভূতি দেবতাগণকে পূজা করিবে । অনন্তর “ওঁ ধোয়ঃ সদা” ইত্যাদি নারায়ণের ধ্যান করিয়া পূজা করিবে। লক্ষীর ধ্যান –ওঁ লুক্ষীং গৌরবর্ণাং দ্বিভূজং নবযৌবনসম্পন্নং পদ্মহস্তাম্। পদ্মনেত্ৰাং পদ্মোপরিসংস্থাং নানালঙ্কারভূষিতামভয়বরদাং হরিপ্রিয়াম্ ॥ , , ". . প্রথম ধ্যানের পুষ্প নিজ মস্তকে দিয়া মানসোপচারে পূজা করতঃ