পাতা:পুরোহিত-দর্পণ.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৪ পুরোহিত-দর্পণ । २झू १७ ॥ হৃদয়ে নিধায়। ভক্ত্যা করেীতি কলুীেঘবিঘা তদক্ষং সাধবী চ সা ভবতি শোভনজীববৎস ॥ ইতি ভবিষ্যপুরাণোক্তকুকুট-ব্ৰতকথা সমাপ্তা । மனமாரியா মাকরী সপ্তমী । স্বৰ্য্যগ্রহণ-তুল্য হি শুক্লা মাঘস্য সপ্তমী । অরুণোদয়বেলায়াং তস্যাং স্নানং মহাফলং। মূবে মালি লিতে পক্ষে সপ্তমী কোটিভাস্করা। দুষ্ঠাৎ সূৰ্য্যাধ্যদানাভ্যামায়ুরারোগ্যসম্পদঃ । অরুণোদয়বেলায়াং শুক্লা-মাঘসা সপ্তমী। গঙ্গায়াং যদি লভ্যেত সূৰ্য্যগ্রহশতৈঃ সম । মাঘমাসের শুক্লা সপ্তমীকে সাকরী সপ্তমী কহে । ঐ দিনে অরুণোদয় কালে * গঙ্গাস্বান করিলে, শতসূর্য্যগ্রহণকালীন গঙ্গাস্বানের ফল লাভ হয় । জার দানাদি করিলে, বহুসম্পদযুক্ত হইয়া থাকে। অন্যান্য নদীতেও ঐ স্বান করিলে, সূৰ্য্যগ্রহণভূল্য মহাফল লাভ হয়। সঙ্কল্প ।--বিষ্ণুরোম তৎসদস্য মাথে মাসি শুক্লে পক্ষে সপ্তম্যান্তিগে অরুণে দয়বেলায়াং অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা বহুশতস্থর্যাগহণকালীন গঙ্গাস্নানজন্তাফলসমফল-প্রাপ্তিকামো গঙ্গায়াং ( মদ্যাং বা ) মানমহং করিষ্যে ॥ অতঃপর সাতটা বদরপত্র ( কুলের পাতা) ও সাতটা অর্কপত্র (আকন্দ পীত ) মস্তকে ধারণ করিয়া, এই মন্ত্র পাঠ করিয়া স্বান করিবে – ওঁ যদ্যজন্মকৃতং পাপং ময় সপ্তসু জন্মসু । তন্মে রোকঞ্চ শোকঞ্চ মাকরী হন্তু সপ্তমী ॥ অনস্তর সূর্য্যোদয় হইলে, সঙ্কল্প করিয়া, সাধারণ এবং মাকরী সপ্তমীর উদেশে অর্ঘ্য প্রদান করিবে । সঙ্কল্প।—বিষ্ণুরোম্ তৎসদদ্ধ মাঘে মালি শুক্লে পক্ষে সপ্তম্যাস্তিধে অমুকগোত্র ঐ অমুকদেবশৰ্মা আয়ুরারোগ্যসম্পৎকামঃ শ্ৰীস্বৰ্য্যায়ার্ধ্যানমহং করিয়ে । তায়পত্রে তুলসী, রক্তবর্ণ পুপ, রক্তচন্দন, দুৰ্ব্ব ও আতপতঙুল লইয়া অধ্য প্রদান করবে। (স্বৰ্য্যার্থ্যের সাধারণ মন্ত্র সপ্তমীর স্বৰ্য্যাধ্য দেখ)। হে খোকে এখালেৰে গমনে ক্ষণিক জিভ হয়।