পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ZWOR পুরোহিত-দৰ্পণ । 핵한 অনস্তর সংকল্পস্থত্ত পাঠ করিয়া আসনগুদ্ধি, জলগুন্ধ্যাদি করিয়া ঘটস্থাপন, করস্তাস, অঙ্গন্যাস, গণেশাদিদেবতার পূজা, ধ্যানপাঠ, চক্ষুর্দান ও প্রাণপ্রতিষ্ঠা করিয়া যথাশক্তি নিম্নোক্ত মন্ত্রে পুজা, হোম ও জপাদি করিবে । বলিদানের ব্যবস্থা থাকিলে, যথাবিধি বলিদান দিবে। অনন্তর শাস্তি, তিলক, দক্ষিণা, বৈগুণ্যসমাধান, অচ্ছিদ্রাবধারণ সমস্তই করিবে এবং বিসর্জনবিহিত মন্ত্রাদিতে বিসর্জন করিবে | গঙ্গার ধ্যান —মুরূপং চারুনেত্রাঞ্চ চন্দ্রীযুতসমপ্রভাম্। চামরৈবঁাজ্যমানান্তু শ্বেতচ্ছত্রোপশোভিতাম্ ॥ সুপ্রসন্নাং সু বদনাং করুণর্জমিজান্তরাম্। সুধাল্লাবিতভূপৃষ্ঠামান্দ্রগন্ধাকুলেপনামূ ত্ৰৈলোক্যনমিতং গঙ্গাং বেদাদিভিরতিষ্ঠুতাম্। এতৎ পাদ্যং ওঁ গাং গঙ্গায়ৈ বিশ্বমুখ্যায়ৈ শিলামৃতায়ৈ শান্তিপ্রদায়িষ্ঠৈ নারায়ণ্যৈ নমো নমঃ । জপমন্ত্র l—ওঁ গঙ্গায়ৈ শিবায়ৈ নারায়ণ্যৈ নমো নমঃ । প্রণামমন্ত্র –সদ্যঃপাতকসংহন্ত্রী সদ্যোদুঃখনাশিনী । সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈর পরম গতিঃ ॥ দশহরা গঙ্গাপূজায় নারায়ণ, মহেশ্বর, ব্ৰহ্মা, ভাস্কর, ভগীরথ, নাগরাজ, হিমালয় প্রভৃতির যথাশক্তি উপচারে পূজা করিবার ব্যবস্থা আছে। অপরাজিতা-পূজা। আশ্বিনে শুক্লপক্ষস্ত দশম্যাং পূজয়েত্তথা । একাদপ্তাং ন কুৰ্ব্বত পুজনঞ্চাপরাজিতাম্ ॥ আশ্বিনমাসের শুক্লপক্ষের দশমীতে ( বিজয়া দশমী ) অপরাজিতাদেবীর পূজা করিবে। একাদশী যুক্ত দশমীতে পূজা করিবে না । অপরাজিতার ধ্যান —ওঁ শুদ্ধস্ফটিকসংকাশাং চন্দ্রকোটিমুশীতলাম্। বরদাভয়হস্তাঞ্চ শুক্লবন্ত্রৈরলঙ্কতাম। নানাভরণসংযুক্তাং চক্রবাকৈশ্চ বেষ্টিতম্। এবং সঞ্চিস্তয়েষ্মন্ত্রী দেবীং তামপরাজিতাম্ ॥ সৰ্ব্বমঙ্গলমঙ্গল্যে—মন্ত্রে প্রণাম করিবে ।