পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

四88 পুরোহিত-দর্পণ। ২য় খণ্ড । நாடிண জাগৃদ্ধ জাগৃদ্ধ চ লোকনাথ ॥ মেঘ গত নিৰ্ম্মলপূৰ্ণচন্দ্ৰঃ শারদ্যপুস্পাণি চ লোকনাথ । অহং দদানীতি চ পুণ্যহেতোর্জাগৃদ্ধ জাগৃদ্ধ চ লোকনাথ ॥—পরে “ইদং বিষ্ণু”—ইত্যাদি মন্ত্রপাঠ করিয়া—“ওঁ যোহসাবদত্রবরুণে ভগবান বিবৃদ্ধপ্রেমাক্ষিতেন নয়নায়ুরুহং বিজ স্তন। উখায় বিশ্ববিজয়ায় চ নো বিষাদং, মধবা গিরাপনয়তাং পুরুষঃ পুরাণঃ ॥” 粤 অনন্তর ধ্যান পাঠপূৰ্ব্বক যথাশক্তি উপচারে পূজা করিয়া জপাদি করিপে । তদনন্তর প্রণাম করিয়া লক্ষ্মী ও সরস্বতীর পূজা করতঃ দক্ষিণাত্ত ও অচ্ছিদ্রাবধারণ করিলে । পরে সংকীৰ্ত্তনাদি করিয়া দেবতাকে গৃহে লইবে । শ্রবণ-দ্বাদশী। স। ভাদ্রগুক্লদ্বাদশ্রামেব ভবতি । দ্বাদশী শ্রবণোপেত! সৰ্ব্বপাপহরা তিথিঃ । বুধবারসমাযুক্তা ততঃ শতগুণা ভবেৎ। তামুপোস্থ্য সমাপ্নোতি দ্বাদশদ্বাদশীফলম্ ॥—ইতি ভবিষ্যপুরাণম্ । ভাদ্রমাসের শুক্লপক্ষের দ্বাদশীতে শ্রবণানক্ষত্র যুক্ত হইলে, তাহাকে শ্রবণ স্বাদশী বা বিজয়া দ্বাদশী কহে । ইহাতে উপবাস, বিষ্ণুপূজা প্রভৃতি করিলে অক্ষয় পুণ্য হয়। বুধবার সমাযুক্ত হইলে সমধিক ফলদায়িনী হইয়া থাকে। অখণ্ডা-দ্বাদশী । স চ অগ্রহায়ণ শুক্লা দ্বাদশী – অগ্রহায়ণমাসের শুক্লা দ্বাদশীকে অখণ্ডাম্বাদশী বলে । এই দিনে উপবাস করিয়া বিষ্ণুপূজা করিলে বিষ্ণুপদ লাভ হইয়া থাকে। স্বস্তিবাচনাদি করিয়া সঙ্কল্প করিলে। যথা— বিষ্ণুরো তৎসদস্য মার্গশীর্ষে মালি শুক্লে পক্ষে দ্বাদপ্তাত্তিথোঁ অমুকগোত্রঃ ভ্ৰমযুকদেবশী বিষ্ণুপদপ্রাপ্তিকামোহখণ্ডদ্বাদপ্তাং বিষ্ণুং পুজয়িয্যে। পরে পঞ্চগব্যশোধনমস্ত্রে পঞ্চগব্য শোধন করিয়া,—“সহশ্রণীর্ষ পুরুষঃ”