পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বকৰ্ম্ম-পূজা। নিত্যক্রয়াদি সমাপনপূৰ্ব্বক শুদ্ধাসনে উপবেশন করতঃ স্বস্তিবাচমাঞ্জি করিয়া সঙ্কল্প করিবে বিষ্ণুরোম্ তৎসদদ্য অমুকে মালি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্রঃ ভ্ৰঅমুকদেবশ্বশ্ব শিল্পনৈপুণ্যাধিবৃদ্ধিপূৰ্ব্বক-ঐবিশ্বকৰ্ম্মপ্রতিকামো গণপত্যাদি নানাদেবতাপূজাপুৰ্ব্বক-বিশ্বকৰ্ম্ম পূজামহং করিয়ে । সংকল্পস্থত্তাদি পাঠ করিয়া সামান্তীৰ্ঘ্য, আসনগুদ্ধি, ভূতশুদ্ধি, ঘটস্থাপনাদি করিয়া গণেশাদিদেবতাগণের পৃষ্ঠা করিবে, তদনন্তর বাং হৃদয়ায় নমঃ"এই ক্রমে অঙ্গন্যাস ও করন্যাস করিয়া ধ্যানপাঠপূৰ্ব্বক বিশ্বকৰ্ম্মার বিশেষরূপে পূজা করিবে । ধ্যান যথা— ওঁ দংশপাল মহাবীর সুচিত্রক শ্মকারক । বিশ্বকৃৎ বিশ্বধুকূ ত্বং চ বাসনা মানদণ্ডধুক ॥ ধ্যানপাঠানস্তর মানসোপচারে পুজা করিয়া, বিশেষার্ধ্যস্থাপনপূর্বক পুনরায় ধ্যান করিয়া আবাহন করিবে, যথা— ওঁ বিশ্বকৰ্ম্মল্লিহাগচ্ছাগচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ অত্রাধিষ্ঠানং কুরু মম পুজাং গৃহাণ ॥ ওঁ বিশ্বকৰ্ম্মমহাগুচ্ছ তুলাবদ্ধমলং কুরু ॥ বিশ্বকৰ্ম্ম-গায়ত্রী,—ওঁ শিল্পাচাৰ্য্যায় দেবায় নমস্তে বিশ্বকৰ্ম্মণে স্বাহা । ওঁ বিশ্বকৰ্ম্মণে নমঃ—এই মন্ত্রে বিশ্বকৰ্ম্মার পূজা ও জপ সমৰ্পণ করিয়া প্রণাম করিবে । বিশ্বকৰ্ম্মার প্রণাম,—ওঁ দেবশিল্লিন মহাভাগে দেবানাং কার্য্যসাধক । বিশ্বকৰ্ম্মন্নমস্তুভ্যং সৰ্ব্বাভীষ্ট-ফলপ্রদ ॥ তৎপরে দক্ষিণ ও আচ্ছিদ্রাবধারণ কারবে । কণত্তিকেয়-ব্রত। কাৰ্ত্তিকমাসের সংক্রাস্তিতে এই ব্রত হইয়া থাক। যে দিন রবিসংক্রমণ হুইবে, সেই দিন সন্ধ্যাকালেই ব্ৰত করিবে । সৰ্ব্বত্র সংক্রাস্তিবিস্থিত কার্য্যে চান্দ্রমাসের উল্লেখ হইবে। চারি গ্রহরে চারিবার পূজা ও কথা শ্রবণের খবস্থা আছে,-অশক্তস্থলে একবারেই পূজাদি হইয় থাকে।