পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 পুরোহিত-দর্পণ । , ১ম খণ্ড । طسيفكم فقاية অঙ্গুলির অগ্রভাগদ্বারা জপ করিবে না,—অর্থাৎ নপল্পর্শ না হয়। মেরু ( জপের মালার গোড়ার বৃত্তমালা এবং হস্ত জপের অঙ্গুলির গৈাড়ার রেখা ) লঙ্ঘন করিয়া জপ করিলে না এবং পৰ্ব্বসন্ধিতে—অর্থাৎ রেখাগুলিতে কদাচ জপ করিবে না, করিলে জপ নিস্ফল হয় । O যথাশক্তি জপ লেখা থাকিলে দশ, অষ্টাদশ, অষ্টবিংশতি বা তাষ্টোত্তরশতু কিস্ক। সহস্ৰ জপ করিতে হয় । জপের সংখ্যা নির্দিষ্ট থাকিলে তাহার চারিগুণ জপ করা বিধেয় । কারণ কলিতে চারিগুণের ব্যবস্থা আছে । আটবার জপ করিতে হইলে নিম্নলিখিত ক্রম আকুসারে জপ করিতে হয় } দশসংখ্যক জপ করিয়া তৎপলে অষ্টসংপাক জপেও এই নিয়ম । যথা— অনামামূলমারভ্য কনিষ্ঠাদিক্রমেণ তু । তর্জনীমধ্যপর্মান্তমষ্টপবিসু সঞ্জপেৎ ॥ অনামিকার মূলপৰ্ব্ব হইতে আর গু করিয়া কমিষ্ঠাদিক্রমে তর্জণাপ মধ্যপৰ্ব্ব পর্য্যন্ত জ্ঞাপ কৰিবে ! হৃদয়ে হস্তমাধায় তিৰ্য্যক্ রুতা করাঙ্গুলীঃ । আচ্ছা বাসস। হস্তেী দক্ষিণেন সদা জপেৎ ॥ দক্ষিণ, হাতের অঙ্গুষ্ঠ ব্যতীত অঙ্গুলিসকল পরস্পৰ সংলগ্ন করিয়া চিৎ ভাবে হৃৎপদ্মে ঐ হাত রাখিবে এবং বামহা ত দক্ষিণহাতের তলদেশে ঐ রূপ তাবে দিয়া অঙ্গুলিগুলি বক্রভাব করিয়া অঙ্গুষ্ঠের অগ্রপৰ্ব্ব দ্বারা জপ করিবে । জপের সময় বস্ত্র দ্বারা উভয়হস্ত আচ্ছাদন ক্ষরিয়া রাখিবে । ক্তপকালীন দেপতাকে চিন্তা করিতে করিতে মন্ত্র তান্তি স্পষ্টভালে মথ}বিধি বিশুদ্ধ উচ্চারণ করিয়া অষ্ট্যের অশ্রুতরূপে জপ করিবে । ইহার নাম উপাংশু জপ । - মানস জপ সৰ্ব্বাপেক্ষ প্রশস্ত। জপকালে কোন প্রকার অঙ্গভঙ্গী, দাত বাতুির করা, অন্যদিকে মন দেওয়া, হঁচি কি কাসি প্রভৃতি নিষেধ। . o “জপস্তাদেী তথাচান্তে প্রাণায়ামং সমাচরেৎ ॥” • জপ করিবার আগে এবং জপের শেষে প্রাণায়াম করিতে হয়। Ç জপসমপণ । এবং জপং পুরঃ কৃত্বা গন্ধাক্ষতকুশোদকৈঃ। জপং সমৰ্পয়েদেব্য বামুহস্তে বিচক্ষণঃ –দেবস্ত-দক্ষিণে হস্তে কুশপুষ্পার্ঘ্যবারিভিঃ . ' ' ■ প্রাগুক্ত প্রকাবে জপ করিয়া গন্ধক্ষেত ও কুশোদক দ্বারা নিম্নলিখিত মন্ত্র