পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যজুৰ্ব্বেদীয়-বিবাহ। 8ఆసి সম্প্রদাতা অর্ঘ্য দান করিবেন,—“ওঁ অর্ধ্যোহর্ধ্যোহব্যঃ প্রতিপৃহতাম।” “ওঁ অৰ্ঘ্যং প্রতিপৃহামি”—জামাতা এই বলিয়া অৰ্ঘ্য হস্তে লইয়া মন্ত্রপাঠ করিবেন,—“ওঁ আপঃ স্থ যুষ্মাভিঃ সৰ্ব্বান কামানবপ্লবানি” । । এই মন্ত্রে শিরোপরি দিয়া সেই অর্থ্যজল ত্যাগ করিয়া মন্ত্রপাঠ করিবে, যথা—“ওঁ সমুদ্রং বঃ প্রহিণোমি স্বাং যোনিমভিগচ্ছত । অরিষ্ট অস্মাকং বীর ম৷ পরাসেচি-মৎপয়ঃ —সম্প্রদাতা আচমনীয় জল লইয়া পাঠ করিবেন,—“ওঁ আচমনীয়মাচমনীয়মাচমনীয়ং প্রতিপৃহতাম্‌” । “ওঁ আচমনীয়ং প্রতিশৃহ্নামি”— এই বলিয়া জামাতা আচমনীয় গ্রহণ পূর্বক পাঠ করবেন,—“ওঁ তা মা গন সশসা সংস্থজ বর্চস তং মা কুরু প্রিয় । প্রজানামধিপতিং পশূনামরিষ্টং তনুলাম্‌” । অনন্তর সেই জলে আচমন কবিবেন । সম্প্রদাতা কাংস্ত-পত্রিস্থিত মধুপর্ক নিম্নবাক্যে জামা তার হস্তে প্রদান করিবেন। “ওঁ মধুপৰ্কে মধুপৰ্কে মধুপর্কঃ প্রতি হতামূ”—“ওঁ মধুপৰ্কং প্রতিশৃহ্নামি”—জামাত এই বলিয়। মধুপর্ক গ্রহণ করিয়া পাঠ করিবেন,—“মধু মিত্রস্ত ত্বা চক্ষুন্না প্রতীক্ষে” –এই বলিয়া কাংস্তপাত্রস্থ মধুপর্ক নিরীক্ষণ করিয়া—“ওঁ দেবস্ত ত্ব। সবিতুঃ প্রসবেহুশ্বিনোৰ্বাহুভ্যাং পুঞ্চো হস্তাভ্যামাদদে” । মধুপর্ক বামহস্তে লইয়া দক্ষিণহস্তের অনামিকা ও অঙ্গুষ্ঠ দ্বারা আলোড়ন করিয়া পাঠ করিবেন ।–“ওঁ নমস্তাবাশু্যায়ান্যশনে মৃৎ ত আবিদ্ধং তত্তে নি স্কুন্তামি” । মন্ত্র পাঠ করিয়া দক্ষিণহস্তের অনামা ও তাঙ্গুষ্ঠাঙ্গুলিদ্বারা তিনবার আলোড়িত করিয়া ভূমিতে কিঞ্চিৎ ত্যাগ করিয়া পরে “ওঁ ঘৰ্ম্মধুনো মধব্যং পরমং রূপমন্নাদ্যং তেনাহং মধুনো মধব্যেন পরমেণ রূপেণান্নাদ্যেন পরমো মধব্যোহন্নাদোহ সানি" । এই মন্ত্র পাঠ করিয়া তনবার ( ভোজন ব্যবহার না থাকায় ) তা প্ৰাণ করিলে 1 জামাতা আচমন করিয়া নিম্ন মন্ত্রে প্রাণাদি স্থান সকল স্পর্শ করিবে। যথা—ওঁ বাষ্ম আস্তে অস্ত ( মুখে )। ওঁ নমোঃ প্রাণে মেহত্ব ( নাসিকা ) । ওঁ অঙ্কোশ্চক্ষুৰ্ম্মেহস্ত ( চক্ষুদ্ব য় ) । ওঁ কর্ণয়োঃ শ্রোত্ৰং মেহত্ত্ব (কর্ণদ্বয় ) ( ওঁ বাহোৰ্ব্বলং মেহত্ত্ব ( বাহুদ্বয় ) । ওঁ উৰ্ব্বোরোজো মেহস্ত (উরুদ্বয় )। ওঁ অরিষ্টানি মেহঙ্গানি তনুস্তম্বা মে সহ সন্তু (শিরঃ প্রভৃতি পাদ পর্য্যন্ত স্পর্শ করিবে)। নাপিত তিনবার “গেীঃ গেীঃ" এই শব্দ উচ্চারণ করিবে । জামাতা তাহা শ্রবণ করিয়া পাঠ করিবেন,—ওঁ মাতা রুদ্রাণাং ছুহিতা বস্থনাং স্বসাদিত্যানামমৃতস্য নাভিঃ । প্র গু বোচং চিকিতুবে জনায়