পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8N%8 পুরোহিত-দর্পণ। ৩য় খণ্ড । অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্মা শ্ৰীবিষ্ণুপ্রতিকামনয়া কৃতৈতৎ কন্যাদানকৰ্ম্মণঃ সাঙ্গতাৰ্থং দক্ষিণামিদং কাঞ্চনং (অথবা তন্ম,লাং) শ্ৰীবিষ্ণুদৈবতং অমুকগোত্রায় অমুকপ্রবরায় অমুকদেবশৰ্মাণ (শূদ্রের অমুকদাসায়) বরায় অর্জিতায় তুভ্যমহং সম্প্রদদে । io দক্ষিণা গ্রহণ করিয়া বর “ওঁ স্বস্তি” বলিবে । পরে সম্প্রদাতা জামাতাকে যথাশক্তি ভূমি, শয্যা, গাড়, দাস, দাসী প্রভৃতি দান করিয়া দিবেন। অনন্তর গায়ত্রী পাঠপূৰ্ব্বক কন্যার উত্তরীয় বস্ত্ৰদশদ্বারা ক্রোড়াঞ্চলে গ্রস্থিবন্ধন করিবেন এবং পুরোহিত গায়ত্ৰী পড়িয়া সেই গ্রস্থি খুলিয়া দিলেন । অনেক স্থলে শূদ্রগণ এই সময়েই লাজাহুতি শেষ করে । তদৰ্থে অগ্নি জালিয়া কেবল আমন্ত্রক তিন অঞ্জলি লজি ( ধই ) ঐ প্রজলিত অগ্নিতে বর ও কস্তার মিলিত হস্তদ্বারা আহুতি দিয়া থাকেন। পরে কন্যাকে বরের বামভাগে লইয়া জামাতা কন্যার সিতেয় ( অঙ্গুরী বা অন্ত কোন পাত্রদ্বারা— যেখানে যে নিয়ম ) সিন্দুর দিয়া দিবেন । আমন্তর রমণীগণ হুলু ও শঙ্খধ্বনি এবং মাঙ্গল্য বাদ্য সহকারে কন্যাকে গৃহে লইবেন । বিবাহ-কুশণ্ডিকা । حسي যদি বিবাহ রাত্রে কুশণ্ডিকা করিবার প্রথা থাকে, তবে বর ও কন্যা পূৰ্ব্বস্থাপিত অগ্নি সমীপে গমন করিবে । আর যদি তৎপর দিবস কুশণ্ডিকা করিবার প্রথা প্রচলিত থাকে, তবে বিবাহ-পদ্ধতি মধ্যে যেরূপ অগ্নিস্থাপনপ্রণালী ও মন্ত্র লিপিত হইয়াছে, সেই রূপ অগ্নিস্থাপনাদি করিলে। পরে— বর কন্যার হস্তধারণপূর্বক অগ্নির পশ্চিমে গমন করিয়া পাঠ করিবে—ওঁ য এতি প্ৰদিশঃ সৰ্ব্ব দিশোহনু পবমানঃ । হিরণ্যহস্ত ঐবম্মম্ম ত্বা মন্মনসং কৃণোত্বসেী ॥—(অসেী স্থলে বধুর নাম করবে ) । অনন্তর কন্যার পিতা “ওঁ অন্তোন্তং সমীক্ষেথং” এই বলিয়া বর ও কস্তার পরস্পর মুখাবলোকন করাইলে বর পাঠ করবেন,—ওঁ অঘোরচক্ষুরপতিBB BB KBB BBBD BBBS BBBBBBS BB KS BSS BBB দ্বিপদে শঞ্চতুষ্পদে ! ওঁ সোমঃ প্রথমে বিবিদে গন্ধৰ্ব্বো বিবিদ উত্তরঃ । তৃতীয়ে অগ্নিস্তে পতিস্তুরীয়স্তে মনুষ্যজাঃ । সোমো দদদূগন্ধৰ্ব্বায় গন্ধৰ্ব্বে দদদগ্নয়ে রয়িঞ্চ পুত্রাংশ্চাদাদগ্নিৰ্ম্মহমথো ইমাম। ওঁ সা নঃ পুৰা শিবতম। মৈরয়ৎসা ন উরু । উশতীরিহবয়স্তামুন্তঃ প্রহরাম শেফং ধৰ্ম্মার্থকামা বহবো নিবিষ্টা ।