পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । দীক্ষা-প্রকরণ । లి) প্রথমে পূর্ব পশ্চিমে দুইটি রেখা অঙ্কিত করিবে, তৎপরে ঐ রেখাদ্বয়ের মধ্যে উত্তর দক্ষিণায়ত করিয়া আর দুইটি রেখাপাত করত: ঈশানাদিচতুষ্কোণে । আমার চারিটি রেখা দ্বারা রাশিচক্র অঙ্কিত করিতে হয় । ( চিত্রের আকৃতি পূৰ্ব্ব পৃষ্ঠায় দেশ । ) উক্ত চক্রের দ্বাদশ ঘরে যথানিয়মে দ্বাদশ রাশি কল্পনা করিয়া মেষাদি ক্রমে বর্ণ বিন্যাস করিবে । মেষে চারিটি, বৃষে তিনটি, মিথুনে তিনটি, কর্কটে দুইটি, সিংহে দুইটি, কন্যায় দুইটি, তুলায় পাঁচটি, রশ্চিকে পাঁচটি, ধন্থতে পাঁচটি, মকরে পাঁচটি, কুন্তে পাঁচটি, মীনে চারিটি বর্ণ অঙ্কিত করিবে,—অবশিষ্ট শ ষ স হ ল ক্ষ এই ছয়টি বর্ণ কন্যাতে লিখিবে । উক্ত নিয়মে বর্ণবিন্যাস করাতে মেষে--অ আ ই ঈ, বুষে—উ উ ঋ, মিথুনে—ঋ ৯ 3, কর্কটে—এ ঐ, সিংহে-ও ঔ, কন্যাতে—অং অঃ শ ষ স হল ক্ষ, তুলাতে—ক খ গ ঘ ঙ, বৃশ্চিকে-চ ছ জ ঝ ঞ, ধন্থতে—ট ঠ ড ঢ ণ, মকবে—ত থ দ ধ ন, কুস্তে – প ফ ব ভ ম, মীনে—য র ল ল, লিখিতে হইবে । এইরূপে পঞ্চাশবণ সংস্কৃ|পন করিয়া বিচার করিবে । নারদ বলিয়াছেন,—স্বীয় রাশির অনুকূল মন্ত্র ভজনা করিবে, অতএব রাশিচক্র-শুদ্ধ মন্ত্রগ্রহণই সুসঙ্গত । রাশিচক্রের দ্বারা মন্ত্রগুদ্ধির বিচার এইরূপে করিতে হয়, যথা— মন্ত্রগ্রহীতাব জন্মরাশি হইতে মন্ত্ররাশি অর্থাৎ যে রাশিতে মন্ত্রের আদিবর্ণ সুস্থ হইবে, সেই রাশি পৰ্য্যন্ত গণনা করিবে। যদি জন্মকালীন রাশি জানা না থাকে, তবে নামের আদ্যক্ষর সম্বন্ধীয় রাশিগ্রহণ পূৰ্ব্বক গণনা করিতে হয়। এইরূপ গণনা করিলে, যদি মন্ত্ররাশি জন্মরাশি হইতে যষ্ঠ, অষ্টম বা দ্বাদশ হয়, তবে সেই মন্ত্র গ্রহণ করিবে না, কারণ ষষ্ঠাদি রাশিগত রিপুমন্ত্র গ্রহণ করিলে গ্রহীতার অনিষ্ট হয় । “রামার্চনচন্দ্রিকায়” লিখিত হইয়াছে,—এক, পঞ্চম ও নবমরাশিগত মন্ত্র বন্ধুর ন্যায় হিতকারী, দ্বিতীয়, ষষ্ঠ ও দশমরাশিস্থিত মন্ত্র সেবক ; তৃতীয়, একাদশ ও সপ্তমরাশিস্থিত মন্ত্র পুষ্টিকর। দ্বাদশ, অষ্টম ও চতুর্থরাশিস্থিত মন্ত্র ঘাতক—ইহা কেবল বিষ্ণুবিষয়ে জানিবে । শক্তিমন্ত্রগ্রহণে ষষ্ঠ মন্ত্রও অবগু পরিত্যাগ করিলে । তন্ত্রাস্তরে উক্ত হইয়াছে,-লগ্ন, ধম, ভ্রাতৃ, বন্ধু, পুত্র, শক্র, কলত্র, মৃত্যু, ধৰ্ম্ম, কৰ্ম্ম, আয় ও ব্যয় মেষাদি দ্বাদশ রাশির এই দ্বাদশ সংজ্ঞা । এই সংজ্ঞানুসারে ইহাদিগের শুভাশুভ ফল নিৰ্দিষ্ট হইয়া থাকে। বিষ্ণু মন্ত্র বিচার বিষয়ে চতুর্থাংশ শক্রস্থান এবং ষষ্ঠরাশি বন্ধু"ङ्कांन छांमिएर ! } د